মেঘদলের নতুন অ্যালবাম অ্যালুমিনিয়ামের ডানা

নয় বছর পর ভক্ত শ্রোতাদের কাছে ফিরে এল জনপ্রিয় ব্যান্ড মেঘদল, তাদের নতুন অ্যালবাম অ্যালুমিনিয়ামের ডানা নিয়ে। গত ৩ মার্চ ইউটিউবে প্রকাশিত হয়েছে তাদের অ্যালবামের প্রথম গান, এসো আমার শহরে

শ্রোতাদের মাঝে সারা ফেলেছে গানটি, প্রশংসিত হয়েছে গানের ভিডিও চিত্র। নাগরিক জীবনের নানা গল্প নিয়ে করা মেঘদলের গান জনপ্রিয় হয়েছিল এর আগেও। তাই লম্বা বিরতি নিয়ে আবারো সেই নাগরিক গল্প নিয়েই ফিরে এল মেঘদল।

নগর জীবনের নানা কোলাহলের মাঝে হারিয়ে যায় নগরের প্রাণিগুলো, যে খবর রাখা হয়না আমাদের। মেঘদল সেই গল্প গুলোই বলতে চেয়েছে এসো আমার শহরে গানটিতে। তাই কিনা ভিডিওতে রয়েছে সাপ, পেঁচা, গরু, হরিণ আর রাজহাঁস।

শিবু কুমার শীলের কথা ও সুরে মেঘদলের গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন নির্মাতা মেজবাউর রহমান সুমন। মেঘদলের বর্তমান লাইন আপ মেজবাউর রহমান সুমন  , শিবু কুমার শীল, রাশীদ শরিফ সোয়েব, এম জি কিবরিয়া, আমজাদ হোসেন, তানভির দাউদ রনি, এবং সৌরভ ।

খানিকটা বিরতি দিয়ে দিয়ে পর্যায়ক্রমে প্রকাশিত হবে অ্যালবামের বাকি গানগুলো, চোখ রাখুন ইউটিউবে।