মার্কিন সাময়িকী ফোর্বস এশিয়া মহাদেশকে নানা ক্ষেত্রে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ৩০ বছরের কম বয়সী তরুণদের নিয়ে একটি তালিকা প্রকাশ করে গত সোমবার। সে তালিকায় জায়গা করে নিয়েছেন দুই বাংলাদেশি তরুণ। ‘টেন মিনিট স্কুল’-এর সিইও আয়মান সাদিক এবং ‘চেঞ্জ’ এর প্রতিষ্ঠাতা সাজিদ ইকবাল।
‘৩০ আন্ডার ৩০ এশিয়া ২০১৮’ নামের এই তালিকায় ১০ শ্রেণিতে ৩০জন করে ৩০০ তরুণের নাম রয়েছে। আয়মান ও সাজিদ দুজনই সামাজিক উদ্যোক্তা শ্রেণিতে স্থান পেয়েছেন। এদেরকে বলা হয় মিলেনিয়ালস।
২০১৫ সালে আয়মান সাদিক অনলাইনভিত্তিক শিক্ষাপ্রতিষ্ঠান ‘টেন মিনিট স্কুল’ প্রতিষ্ঠা করেন। বিভিন্ন বিষয়ের উপর শত শত ভিডিও টিউটোরিয়াল, স্মার্ট বুক রয়েছে এই সাইটে। তা ব্যবহার করে স্কুল-কলেজের শিক্ষার্থীরা যেভাবে অনেক কিছু শিখতে পারে, তেমনি চাকরি বাজারের স্কিল ডেভলপমেন্ট বিষয়ক টিউটোরিয়ালও রয়েছে সাইটটিতে। বাংলায় ভিডিওচিত্র নির্মাণের পাশাপাশি অনলাইনে লাইভ ক্লাসও নিয়ে থাকে আয়মান সাদিকের এই অনলাইন স্কুল। বর্তমানে এই স্কুলে দেড় লাখেরও বেশি শিক্ষার্থী রয়েছে।
টেন মিনিট স্কুল নিয়ে স্বীকৃতি পাওয়া অবশ্য তার জন্য নতুন কিছু নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে গ্র্যাজুয়েট ২৬ বছর বয়সী আয়মান সাদিক চলতি বছরেই ‘কুইন্স ইয়াং লিডার অ্যাওয়ার্ড ২০১৮’ এবং এশিয়া প্যাসিফিক আইসিটি অ্যালায়েন্স বা অ্যাপিকটা অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছেন।
পরিবেশ রক্ষায় নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের লক্ষ্যে প্রতিষ্ঠিত ‘চেঞ্জ’ নামের স্বেচ্ছাসেবী সংগঠনের জন্য ফোর্বস-এর তালিকায় স্থান পেয়েছেন ২৭ বছরের সাজিদ ইকবাল। তিনি ২০১২ সালে চেঞ্জ প্রতিষ্ঠা করেন। ‘বোতলবাতি’ নামের একটি প্রকল্পের মাধ্যমে প্ল্যাস্টিকের বোতল ব্যবহার করে পরিবেশসম্মত বিকল্প জ্বালানির ব্যবস্থা চালু করেন তিনি। সূর্যের আলো ব্যবহার করে তৈরি হয়েছিল এই বোতলবাতি। বাংলাদেশের গ্রামে যেখানে এখনো বিদ্যুৎ-এর সুব্যবস্থা নেই, সোলার প্যানেলও যেসব পরিবারের জন্য বিলাসিতা, তাদের জন্যই এই বোতলবাতির যাত্রা শুরু হয়েছিল। কিন্তু এখন শুধু গ্রামেই নয়, বড় বড় শিল্প প্রতিষ্ঠানেও পরিবেশ সাশ্রয়ী এই বাতি পৌঁছে দিতে সোলার পাইপ লাইট নামের আরেকটি প্রকল্প নিয়েও কাজ শুরু করেছে চেঞ্জ।
ফোর্বস বলেছে, জার্মানির একটি সংস্থা, GIZ -এর সহায়তায় বাংলাদেশের পিছিয়ে পড়া প্রায় ৪ হাজার মানুষের ঘরে বোতলবাতি পৌঁছে দিতে পেরেছে ‘চেঞ্জ’। প্রতিষ্ঠানটি এখন সৌর লণ্ঠন, সড়কবাতি, খুদে সেচপাম্প প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সঙ্গেও কাজ করছে। সাজিদ ইকবাল এর আগে মুহাম্মদ ইউনূস পদক, মার্কিন পররাষ্ট্র দপ্তর, ব্রিটেনের ‘কুইন্স ইয়াং লিডারস অ্যাওয়ার্ডস ২০১৭’ পুরস্কারেও ভূষিত হয়েছেন।