পৃথুলার জন্য ভালোবাসা

গত ১২ মার্চ কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ৭১ জন আরোহী নিয়ে অবতরণের সময় বিধ্বস্ত হয় ইউএস-বাংলার উড়োজাহাজ। এতে বৈমানিক এবং উড়োজাহাজের কর্মীসহ নিহত হয় ৫১ জন। নিহতদের মধ্যে ছিলেন ইউএস বাংলার প্রথম নারী পাইলট পৃথুলা রশিদও।

দুর্ঘটনার কারণে আলোচনায় আসেন পৃথুলা রশিদ। কর্তব্যরত অবস্থায় নিহত পৃথুলার প্রতি শ্রদ্ধা জানাতে ফেসবুকে Respect for Prithula নামে একটি পেজ খোলা হয়েছে। সবাইকে একটি জ্বলন্ত মোমবাতি হাতে নিয়ে তোলা ছবি ফেসবুক বা ইনস্টাগ্রামে পোস্ট করতে বলা হয় পেজ থেকে। সেই সাথে চালু হয়েছে একটি হ্যাশট্যাগও, #RespectForPrithula।

#RespectForPrithula হ্যাশট্যাগে সাড়া দেওয়া বিভিন্ন বয়সের সাধারণ মানুষ

মঙ্গলবার এই হ্যাশট্যাগ প্রচারণার প্রথম পোস্টটি দিয়ে ছিলেন কানাডার টরোন্টোর এক নারী পাইলট, ক্যারেন স্মাইলি। জ্বলন্ত মোমবাতি হাতে তিনি বলেন, “আমি জানি এখানেই একজন নারী হিসেবে এ কাজটি কতটা কঠিন। বাংলাদেশে তো আরো ১০ গুণ প্রতিবন্ধকতা পার হতে হয় একজন নারীকে পাইলট হবার জন্য। এই সাহসিকতার জন্য পৃথুলার প্রতি শ্রদ্ধা।”

পরে ইন্সটাগ্রাম, টুইটার, ফেসবুক সবখানেই এই হ্যাশট্যাগের ঝড় ওঠে। বিভিন্ন বয়সের মানুষ হাতে জ্বলন্ত মোমবাতি নিয়ে পৃথুলার প্রতি তাদের শ্রদ্ধা ও ভালোবাসা প্রদর্শন করতে শুরু করেন।