আসছে চার ভাষার ওয়েব সিরিজ ‘দ্য প্রটেকটর’

কনটেক্স জি ফিল্মসের ব্যানারে বাংলাদেশে প্রথমবারের মতো নির্মিত হয়েছে চার ভাষার ওয়েব সিরিজ ‘দ্য প্রটেকটর’। বাংলা, ইংরেজি, আরবি ও ফার্সি-এই চার ভাষায় মুক্তি পাবে সিরিজটি। অ্যাকশন-থ্রিলারধর্মী এ ওয়েব সিরিজের মূল চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় মডেল-অভিনেতা অন্তু করিম।

‘দ্য প্রটেকটর’ পরিচালনা করেছেন তরুণ নির্মাতা অনিক কান্তি সরকার। গল্প লিখেছেন পরিচালক অনিক কান্তি সরকার ও নোমান হোসেন মিলিত ভাবে। সম্প্রতি ইন্টারনেটে সিরিজটির টিজার ট্রেইলারও মুক্তি পেয়েছে। এক নজর দেখে নিতে পারেন।

সিরিজটির গল্প ২০২০ সালের এক উন্নয়নশীল বাংলাদেশের। দেশকে অস্থিতিশীল করতে চক্রান্ত করছে বহির্বিশ্বের কিছু মহল। সেই চক্রান্তের সঙ্গে ঘটনাক্রমে জড়িয়ে যায় সাজিদের (অন্তু করিম) পুরো পরিবার। খলনায়কের চরিত্রে অভিনয় করছেন প্রিন্স এআর। অ্যাকশন আর রহস্যে ভরপুর গল্পটির জট খুলবে দ্রুতই।

অত্যাধুনিক সব প্রযুক্তি ব্যবহার করা হয়েছে সিরিজের অ্যাকশন দৃশ্য ধারণে। সেই সাথে অ্যাকশন দৃশ্যের কোরিয়োগ্রাফিতেও আনা হয়েছে নতুন মাত্রা- এমনটাই দাবি নির্মাতা অনিক কান্তি সরকারের। আশা করছেন দর্শকদের ভালো কিছু দেওয়ার।