অবশেষে শেষ হল অপেক্ষার পালা গোনা। ‘শেইপ অফ ওয়াটার’, ১৩টি মনোনয়ন পেয়েও নতুন কোন ইতিহাস সৃষ্টি করতে পারেনি। আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিলেন যারা, ঝুলিতে পুরস্কার ভরেননি তাদের অনেকেই। মেরিল স্ট্রিপ এবং ড্যানিয়েল ডে-লুইসেরই এবারে যে শিকে ছেঁড়েনি। এমনকি হতাশ হয়েছেন ক্রিস্টোফার নোলানও। তবে হাসি মুখে ফিরেছেন কারা? চলুন জেনে নেই এই বছরের পুরস্কার বিজয়ীদের তালিকা।
৯০তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডপ্রাপ্তদের তালিকা-
শ্রেষ্ঠ চলচ্চিত্র: ‘দ্য শেইপ অব ওয়াটার’
শ্রেষ্ঠ নির্মাতা: গুয়ের্মো দেল তোরো, ‘দ্য শেইপ অব ওয়াটার’
শ্রেষ্ঠ অভিনেতা: গ্যারি ওল্ডম্যান, ‘ডার্কেস্ট আওয়ার’
শ্রেষ্ঠ অভিনেত্রী: ফ্রান্সিস ম্যাকডর্মান্ড, ‘থ্রি বিলবোর্ড আউটসাইড ইবিং, মিসৌরি’
শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা: স্যাম রকওয়েল, ‘থ্রি বিলবোর্ডস আউটসাইড ইবিং, মিসৌরি’
শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী: অ্যালিসন জ্যানি, ‘আই, টনিয়া’
শ্রেষ্ঠ অ্যানিমেটেড চলচ্চিত্র: ‘কোকো’
শ্রেষ্ঠ বিদেশী ভাষার সিনেমা : ‘আ ফ্যান্টাসটিক উওমেন’ (চিলি)
শ্রেষ্ঠ চিত্রনাট্য: ‘গেট আউট’
শ্রেষ্ঠ প্রোডাকশন ডিজাইন: ‘দ্য শেইপ অব ওয়াটার’
শ্রেষ্ঠ স্কোর: ‘দ্য শেইপ অব ওয়াটার’
শ্রেষ্ঠ মৌলিক সংগীত: রিমেম্বার মি- ‘কোকো’
শ্রেষ্ঠ চলচ্চিত্র সম্পাদনা: লি স্মিথ-‘ডানকার্ক’
শ্রেষ্ঠ শব্দ সম্পাদনা: রিচার্ড কিং এবং অ্যালেক্স গিবসন-‘ডানকার্ক’
শ্রেষ্ঠ শব্দ সংযোজনা: ‘ডানকার্ক’