অপরাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা চার উপন্যাসের ১৫টি চরিত্র নিয়ে ‘ইভেন্ট প্লাস’ নামের একটি নির্মাতা প্রতিষ্ঠানের ব্যানারে তৈরি হতে চলেছে একটি পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র। পরিচালনা করবেন আরিফুর জামান আরিফ। নাম ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করবেন গাজী রাকায়েত। ছবিতে থাকবে শরৎ বাবুর লেখা জনপ্রিয় সব চরিত্ররা। থাকবেন শ্রীকান্ত, রাজলক্ষ্মী, গহর, দেবদাস, পার্বতী ও বড়দিরা। ছোট গল্প বলে মহেশও কিন্তু বাদ পড়বে না। ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ সিনেমায় প্রথম বারের মতো দেবদাস চরিত্রে অভিনয় করবেন চিত্রনায়ক ফেরদৌস, তার বিপরীতে পার্বতী হচ্ছেন নায়িকা পপি। এদেশের সিনেমায় আগে পার্বতী হয়েছিলেন কবরী ও অপু বিশ্বাস। সিনেমাটিতে আরও দেখা যাবে আনিসুর রহমান মিলনকে। তিনি হচ্ছেন শ্রীকান্তের ‘গহর’। গুরুত্বপূর্ণ আরও দুটি চরিত্রে থাকবেন অভিনেতা নিরব ও তমা মির্জা। সিনেমার কাহিনি ও সংলাপ লিখেছেন হাশিম আখতার মো. করিম। শুটিং শুরু হবে এপ্রিলে, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি)। এছাড়াও দেশের বিভিন্ন লোকেশনেও শুটিং হবে হয়ে মে মাস নাগাদ পোস্ট প্রোডাকশন শুরুর কথা জানিয়েছেন নির্মাতা। সিনেমাটির কাহিনি প্রসঙ্গে পরিচালক আরিফ জানান, ‘শরৎচন্দ্রের চারটি উপন্যাসের ১৫টি চরিত্র নিয়ে আমার সিনেমার কাহিনি’। সিনেমাটির একটু নতুন ধরনের নামকরণ নিয়েও পরিচালক ব্যাখ্যা দিয়েছেন। বললেন, ‘এখানে শরৎচন্দ্রের প্রতিটা চরিত্রকে একটিকে আরেকটির মুখোমুখি করবো। তবে তাই বলে এতে কিন্তু কাঠগড়ার কোনো দৃশ্য নেই।’