আসছে মের ১৮ তারিখ মুক্তি পাবে ডেডপুল-এর দ্বিতীয় কিস্তি। ক’দিন আগেই এসেছে ট্রেইলার। সেই ট্রেইলার নিয়ে মারভেল ভক্তকুলের মাঝে মাতামাতিও কম হয়নি। আর হবেই বা না কেন? ২০১৬ সালে ডেডপুলের প্রথম কিস্তি আসার সাথে সাথেই সুপারহিরো সিনেমার জগতে নতুন এক স্বাদ পেয়েছিলো দর্শকরা। মারদাঙ্গা অ্যাকশন সিন, সেই সাথে একটু একটু কমেডি পাঞ্চ– এত এত হার্ডকোর সুপারহিরোদের মাঝে ডেডপুলই তো একমাত্র দুষ্টু সুপারহিরো। আর ডেডপুল চরিত্রে রায়ান রেনল্ডসের অসাধারণ অভিনয়ও মন কেড়ে নিয়েছিলো সবার। তাই এবারের ট্রেইলারের জন্য মুখিয়ে ছিলো সবাই। তো কি হতে যাচ্ছে এবার?
ডেডপুলের এবারের পর্বের সবচেয়ে বড় আকর্ষণ অবশ্যই নতুন ভিলেন ক্যাবল। জশ ব্রোলিন অভিনয় করছেন এ চরিত্রটিতে। কমিকেও যথেষ্ট জনপ্রিয় এই সুপারভিলেইনের আসল নাম নাথান সামারস। অসম্ভব শারীরিক শক্তি, টেলিপ্যাথিক ও টেলিকিনেটিক শক্তি আছে ক্যাবলের। তবে সিনেমায় তাকে কমিক্সের মতো এত বেশি টেলিকিনেটিক শক্তি ব্যবহার করতে দেখা নাও যেতে পারে। ট্রেইলার অন্তত সেটাই বলছে।
আরেক আকর্ষণ এক্স-ফোর্স। সিনেমার এই কিস্তিতে ওয়েড উইলসনকে দেখা যাবে ক্যাবলের মোকাবেলা করতে। আর সেজন্য যে সে একা যথেষ্ট নয়, তার প্রমাণ মিলেছে নিচের এক ছবিতেই।
ক্যাবলকে মোকাবেলা করার জন্য ডেডপুল নিজেই এক্স-ফোর্সে একে একে ডোমিনো, নেগাসনিক টিনেজ ওয়ারহেড, উইজেল, বেডলামকে দলে যোগ দেওয়ায়।
ডোমিনো চরিত্রে দেখা যাবে Zazie Beetz-কে। আর Brianna Hildebrand থাকছেন, নেগাসনিক টিনেজ ওয়ারহেডের চরিত্রে।
বেডলাম চরিত্রটি করছেন Terry Crews। আর কমিকের চরিত্রটির সাথে যে অসম্ভব মানিয়েছে তাকে সেটাও আর বলার অপেক্ষা রাখে না।
আর ডোপিন্দরের কথা কিন্তু ভুলে যাবেন না। গত পর্বের মতো এবারো ডেডপুলে আছে সে।
ডেডপুলের নেতৃত্বে এক্স-ফোর্স এবারে ক্যাবলের মুখোমুখি হবে। আর সে লড়াই যে চমৎকার সব অ্যাকশন সিনে ভরপুর হয়ে থাকবে তার নমুনা দর্শক দেখেছে ট্রেইলারেই। অবশ্য সিনেমাটি মুক্তির আর বেশি দেরিও নেই। চাইলে ততক্ষণ নাহয় ট্রেইলারটিই কয়েক দফায় দেখে আসতে পারেন।