শিশুদের জন্য নির্মিত চলচ্চিত্র ‘পাঠশালা’-র প্রথম ট্রেইলার মুক্তি পেয়েছে গত ১৭ মার্চ। রেডমার্ক প্রোডাকশন্সের এই চলচ্চিত্রটির ট্রেইলারই বলে দিচ্ছে গল্পের পটভূমি শহর ঢাকার শিশুশ্রম। কেন্দ্রীয় চরিত্র ‘মানিক’ হিসেবে অভিনয় করেছেন শিশুশিল্পী হাবিব আরিন্দা।
ছোটদের জন্য নির্মিত এই সিনেমাটির পরিচালনায় রয়েছেন আসিফ ইসলাম ও ফয়সাল রদ্দি। বাংলাদেশে মুক্তির আগেই জার্মানির সানলাইট ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, কানাডার কিডস ফিল্ম ফেস্টিভ্যাল এবং ভারতে পুনেতে লিফট ইন্ডিয়ায় প্রদর্শিত হয়েছে পাঠশালা।
প্রত্যাশা, বন্ধুত্ব ও স্বপ্নপূরণের সাহসী অভিযাত্রার এক গল্প নিয়ে আবর্তিত এ কাহিনিচিত্রের মুখ্য চরিত্র মানিক নামের এক দশ বছর বয়সী মেধাবী শিশু। জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি হয়ে তাকে ছাড়তে হয় স্কুল। জীবিকার তাগিদে চলে আসতে হয় ঢাকায়। কাজ নিতে হয় একটা গাড়ির ওয়ার্কশপে।
তবুও স্কুলে পড়ার স্বপ্ন বিসর্জন দেয়না মানিক। বরং জীবনের কঠিনতম পরিস্থিতিতেও সে শুরু করে নিজে নিজে পড়াশোনা চালিয়ে যাওয়ার সংগ্রাম।
তার সেই সংগ্রামে সহায়তার হাত বাড়িয়ে দেয় ৮ বছরের মেয়ে চুমকি। শিশুতোষ আবেগের এক গল্পের আভাস দিচ্ছে পাঠশালার এই ট্রেইলার।
বাংলাদেশের প্রেক্ষাপটে ঝরে পড়া এমনি সব শিশু শ্রমিকদের শিক্ষা জীবনের নিশ্চয়তার বার্তা দিতেই নির্মিত হয়েছে ‘পাঠশালা’। আর সে কারণেই চলচ্চিত্রটির শ্লোগান- ‘সব মানিকের জন্য স্কুল চাই’।
পাঠশালা সিনেমাটির রেডিও পার্টনার এবিসি রেডিও এবং ডিজিটাল পার্টনার ও সহ-প্রযোজক স্টেলার ডিজিটাল লিমিটেড।