গত ১২ মার্চ নেপালের ত্রিভুবন বিমানবন্দরে ঘটে গেছে বাংলাদেশের এভিয়েশন ইতিহাসের মর্মান্তিকতম দুর্ঘটনাটি। মরদেহ হয়ে ফিরেছেন যাত্রীরা, বেঁচে যাওয়া যাত্রীদের অধিকাংশেরই ঠিকানা এখনো হাসপাতাল। স্বজনদের কান্না আলোড়ন তুলেছে শিল্পীদের মনেও। মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহতদের স্মরণে বাংলাদেশসহ নেপাল ও শ্রীলঙ্কার কয়েকজন শিল্পী মিলে তৈরি করেছেন ‘ফিরে আসবে না’ শিরোনামে একটি গান। নিজেদের গানের মাধ্যমে তিন দেশের শিল্পীরা স্মরণ করেছেন ত্রিভুবনের নিহতদের। এই আয়োজনে বাংলাদেশ থেকে কণ্ঠ দিয়েছেন এসময়ের দুই জনপ্রিয় সংগীতশিল্পী হৃদয় খান ও পড়শী। নেপাল থেকে কণ্ঠ দিয়েছেন মেলিনা রাই ও সনুপ পাউডেল। বাংলাদেশের শাহান কবন্ধের লেখা গানটির নেপালি ভাষায় রূপান্তর করেছেন প্রসাদ বাসকোটা। গানটির সুর ও সংগীত করেছেন শ্রীলংকার রাজ ও থিলিনা বোরালেসা।
গানটি নিয়ে শিল্পী হৃদয় খান বলেন, ‘শ্রীলঙ্কা থেকে সুর ও সংগীত করে বাংলাদেশ ও নেপালে ট্র্যাকটি পাঠিয়েছিলাম। একই ট্র্যাকে বাংলা ও নেপালি ভাষায় গানটি তৈরি হয়েছে’। তিনি আরও জানান, ‘ভিডিওতে গানটির শিল্পীদের একটা অংশগ্রহণতো আছেই। পাশাপাশি বিভিন্ন মাধ্যমে প্রকাশিত ওই হৃদয়বিদারক দূর্ঘটনার বিভিন্ন ফুটেজ ব্যবহার করা হয়েছে।’ গত ২২ মার্চ হৃদয় খানের ইউটিউব চ্যানেলসহ আন্তর্জাতিক বিভিন্ন মাধ্যমে গানের ভিডিওটি প্রকাশিত হয়।