আসছে ফ্যান্টাস্টিক বিস্টস সিরিজের নতুন সিনেমা

গেল ১৩ মার্চ ইউটিউব কাঁপিয়েছে ফ্যান্টাস্টিক বিস্টস অ্যান্ড হোয়্যার টু ফাইন্ড দেম- এর দ্বিতীয় সিনেমার ট্রেইলার। এ পর্বের নাম ক্রাইমস অফ গ্রিন্ডেলওয়াল্ড । ২০১৬ সালে মুক্তি পাওয়া ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবিতে ছিল ম্যাজাইজুলজিস্ট (ঐন্দ্রজালিক প্রাণিশাস্ত্রে পণ্ডিত) নিউটন ‘নিউট’ স্ক্যামান্ডারের ম্যাজিকাল প্রাণিদের সন্ধানে বিভিন্ন অভিযানের গল্প। হ্যারি পটার ভক্তদের চিরপরিচিত জাদুর দুনিয়া উঠে এসেছিলো ১৯২০ এর দশকের নিউ ইয়র্ক শহরের পটভূমিতে। এবার নিউট যাচ্ছেন প্যারিসে, যথারীতি নিউট চরিত্রে আছেন অস্কারজয়ী এডি রেডমেইন।

নিউট স্ক্যামান্ডারের চরিত্রে এডি রেডমেইন

প্রথম ছবির শেষ দৃশ্যে আমরা গেলার্ট গ্রিন্ডেলওয়াল্ডের চরিত্রে দেখেছি জনি ডেপকে। এতদিন পারসিভাল গ্রেভসের ছদ্মবেশে থাকা গ্রিন্ডেলওয়াল্ডের আসল চেহারা উন্মোচন করেছিল নিউট। তাকে নিয়ে যাওয়া হয় মাকুসা কারাগারে। এবারের কিস্তির শুরুতেই দেখা যাবে মাকুসা থেকে পালিয়েছে গ্রিন্ডেলওয়াল্ড।

গ্রিন্ডেলওয়াল্ড চরিত্রে জনি ডেপ

তার উদ্দেশ্য অনেকটা লর্ড ভল্ডেমর্টের মতই, উইজার্ডিং বিশ্বকে সে মাগল মুক্ত করতে চায়, বিশুদ্ধ জাদুকরী রক্তের জন্য তাই ডার্ক আর্টকে বেছে নিয়েছে সে। সমমনা জাদুকরদের নিয়ে দল ভারি করছে।

হোগওয়ার্টস আছে সবসময়ের মতই

সিনেমার আরেক আকর্ষণ তরুণ প্রফেসর অ্যালবাস ডাম্বলডোর। ডাম্বলডোরের চরিত্রে রিচার্ড হ্যারিস, মাইকেল গ্যাম্বনদের পরে এবারে দেখা যাবে জ্যুড ল-কে। প্রফেসর ডাম্বলডোরকে তার বিশাল দাঁড়ি বাদে দেখা খুব একটা হয়ে ওঠেনি পটার ভক্তদের। ডাম্বলডোরের সাথে কমবয়সে বেশ খাতিরও ছিল নাকি গ্রিন্ডেলওয়াল্ডের। ট্রেইলারে দেখা যাচ্ছে মাকুসা (ম্যাজিকাল কংগ্রেস অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা) থেকে একদল জাদুকর এসেছেন হোগওয়ার্টসে, গ্রিন্ডেলওয়াল্ডকে আটকানোই তাদের উদ্দেশ্য, সাথে সাথে নিউটকেও খুঁজছেন তারা। নিউটের সন্ধান একমাত্র  ডাম্বলডোরেরই জানা। তারপর নিজের এক সময়ের ছাত্র নিউট স্ক্যামান্ডারকে নিয়ে তিনি শুরু করেন গ্রিন্ডেলওয়াল্ডকে রুখে দেওয়ার অভিযান।

তরুণ প্রফেসর ডাম্বলডোর হয়েছেন জ্যুড ল

হ্যারি পটার ফ্র্যাঞ্চাইজির অভিজ্ঞ ডিরেক্টর ডেভিড ইয়েটসের পরিচালনায় এই সিনেমায় গতবারের মতই গল্প আর চিত্রনাট্য দুই-ই লিখেছেন জে কে রাওলিং। ছবিটি মুক্তি পাবে এ বছরের ১৬ নভেম্বর। প্রযোজক ওয়ার্নার ব্রাদার্স জানিয়েছে ফ্যান্টাস্টিক বিস্টস অ্যান্ড হোয়্যার টু ফাইন্ড দেম  ফ্র্যাঞ্চাইজিতে মোট পাঁচটি সিনেমা তৈরি হবে। বিশ্বময় পটারহেডরা সে সংবাদে আবারও উত্তেজিত; এতো দিনের জানা জে কে রাওলিং-এর জাদুর দুনিয়াকে যে এবারে চেনা যাবে আরো আগে থেকে, আরো বিস্তারিতভাবে।