প্লে স্টোর কিংবা অ্যাপল স্টোরে আছে কোটি কোটি অ্যাপ। কখনো কি একবার ভেবে দেখেছেন কেন এত অ্যাপ তৈরি হয়েছে? আর কেনইবা মানুষ সেগুলো ব্যবহার করছে? উত্তরটা খুব সহজ। আপনার জীবনকেও আরো সহজ করে তুলতেই তো তৈরি হয়েছে এই অ্যাপগুলো। ভেবে দেখুন একবার, ফোনে থাকা জিমেইলের অ্যাপটি আপনার মেইল আদান-প্রদানের বিষয়টিকে কত সহজ করে দিয়েছে! বারবার লগ ইন করতে হচ্ছে না, চাইলেই স্টোরেজ থেকে খুঁজে পাচ্ছেন প্রয়োজনীয় ডকুমেন্টস। আবার আজকের দিনের পাঠাও বা উবারের মতো অ্যাপগুলোর কথা ভাবুন, সহজেই খুঁজে নিতে পারছেন যাতায়াতের মাধ্যম। অ্যাপ রিভিউ সিরিজের এই দ্বিতীয় পর্বে এরকম একটি অ্যাপের কথাই বলবো যা আপনার জীবনকে আরেকটু সহজ করে তুলবে।
বাসায় বা অফিসে ডেস্কটপ ব্যবহার করছেন অনেকদিন ধরে, কিন্তু এক-দু’বার কম্পিউটারটিকে রিমোট কন্ট্রোল দিয়ে চালানোর খায়েশ জাগেনি এমন মানুষ খুব কম পাওয়া যাবে। শীতের দিনে সোফায় বসে বা বিছানায় আধশোয়া হয়ে ডেস্কটপে সিনেমা দেখছেন, কিন্তু শুধু একটু সাউন্ড বাড়ানোর জন্য কম্বলের ভেতর থেকে উঠতে মন চাইছে না, আবার সাউন্ড না বাড়ালে হচ্ছেও না- এই দোটানা তো প্রায়ই সামলাতে হয় ডেস্কটপ ব্যবহারকারীদের। অনেকেই এজন্য কিনে ফেলেন ব্লুটুথ মাউস। কিন্তু আমরা বলছি, তার কোন দরকারই নেই। হাতের মুঠোফোনটিই হয়ে উঠতে পারে আপনার কম্পিউটারের মাউস, কিবোর্ড এমনকি গেমিং প্যাডও! তাও ফ্রি। শুধু প্লে স্টোর থেকে একটি অ্যাপ নামিয়ে নিলেই ঘটবে এই জাদুকরী চমৎকার!
WIFI Mouse Pro
অ্যাপটি ব্যবহারের জন্য প্রথমেই গুগল প্লেস্টোর বা অ্যাপল স্টোর থেকে মোবাইলে অ্যাপটি নামিয়ে ইন্সটল করতে হবে। তারপর wifimouse.necta.us এই লিংক থেকে ডেস্কটপের জন্য একটি মাউস সার্ভার ডাউনলোড করে নিতে হবে। ছোট্ট এই ফাইলটি কম্পিউটারে ইন্সটল করে নিন। খেয়াল রাখতে হবে, আপনার মুঠোফোন এবং কম্পিউটার যেন একই ইন্টারনেট সংযোগের আওতায় থাকে।
এবার ফোনে আপনার অ্যাপটি ওপেন করলে এরকম একটি উইন্ডো আসবে। উপরের ছবিটিতে যেখানে আইপি অ্যাড্রেস দেখতে পাচ্ছেন, সেখানে আপনার আইপি অ্যাড্রেসটি লিখলেই কম্পিউটার ও মোবাইল ফোনের মাউসের সার্ভারের সংযোগটি তৈরি হয়ে যাবে।
কানেক্ট হলেই আপনার ফোন স্ক্রিনে এরকম একটি উইন্ডো ওপেন হবে। অ্যাপটির ফ্রি ভার্সনে আপনি সকল সুবিধা উপভোগ করতে পারবেন না। কিন্তু সাধারণত যা যা প্রয়োজন হয় সেটুকুর পুরোটাই পাবেন।
মাঝের কালো সারফেসটি হচ্ছে আপনার মাউস টাচপ্যাড। এখানে আঙ্গুলের খোঁচা দিলেই দেখতে পাবেন কম্পিউটার স্ক্রিনে মাউস পয়েন্টারের নড়ন চড়ন। সত্যিকারের মাউস দিয়ে যেকোন কিছু সিলেক্ট করার জন্য ঠিক যেভাবে মাউসটি ব্যবহার করি আমরা, এখানেও তা করলেই চলবে। আছে রাইট ক্লিকের অপশনও। চাইলে শাটডাউন টুলটি সিলেক্ট করে দূর থেকেই কম্পিউটার বন্ধও করে দিতে পারবেন।
এরপর কীবোর্ড অপশনে ক্লিক করলে এমন একটি উইন্ডো ওপেন হবে। আপনি এখানে যা লিখবেন, কম্পিউটারও সেই নির্দেশ মোতাবেক কাজ করবে। শুয়ে বসে সার্চ করতে পারবেন ইউটিউব, শুনতে পারবেন যা খুশি। কীবোর্ডের চেয়ে যাদের মোবাইলে টাইপ করতে সুবিধা হয়, তারা ওয়ার্ডের কাজও করে ফেলতে পারবেন।
প্রেজেন্টেশন টুলটিতে ক্লিক করলে আপনি এই উইন্ডোটি দেখতে পাবেন। যার মাধ্যমে আপনি যেকোন পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন সহজেই নিয়ন্ত্রণ করতে পারবেন।
আবার অ্যাপ্লিকেশন টুলটিতে ক্লিক করলে তা আপনার কম্পিউটারের ডেস্কটপে থাকা সফটওয়্যারগুলোকে থাম্বনেইল আকারে দেখাবে। ক্লিক করলেই সফটওয়্যারটি কম্পিউটার স্ক্রিনে হয়ে যাবে চালু।
এছাড়াও, ফোনের ভলিউম বাটনের সাহায্যে কমাতে বা বাড়াতে পারবেন কম্পিউটারের সাউন্ড। তবে অ্যাপটির ফুল ভার্সনে আরো বেশ কিছু সুবিধা আছে। মোবাইল স্ক্রিনেই গেমিং প্যাড চাইলে কিনে নিতে পারেন ফুল ভার্সনটি। কম্পিউটারের যেকোন গেইম তখন খেলতে পারবেন মোবাইল হাতে নিয়েই।
তাই আর দেরি না করে, এখনই প্লেস্টোর থেকে নামিয়ে নিন অ্যাপটি। তারপর সিনেমা শেষে কম্বলের ভেতরে থেকেই ডেস্কটপ বন্ধ করে ঘুমিয়ে যেতে আপনাকে আর কেউ আটকাতে পারবে না।