ঢাকায় সুফি আর্ট এক্সিবিশন

সুফি বিষয়ক আন্তর্জাতিক এক্সিবিশন শুরু হয়েছে আজ। পাঞ্জোরা ঢাকা বাইপাস সংলগ্ন বেগম রেস্টুরেন্ট ও গ্যালারিতে চলছে এই এক্সিবিশন। বিশেষ অতিথি হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে থাকছেন শিল্পী ও ভাস্কর অলক রায়, শিল্পী ও শিক্ষক বিশ্বজিৎ গোস্বামী এবং শিল্পী ও শিক্ষক সঞ্জয় দে রিপন।

ভারতীয় শিল্প বোদ্ধা, এডিটর ও কবি বিনা সরকার ইলিয়াস কবিতার সমাবেশে একটি শিল্পকর্ম প্রদর্শনীতে থাকবে। দুজন অস্ট্রেলিয়ান শিল্পী পিয়া সুইটিং ও নিনি আন্তেনিনির শিল্পকর্মও থাকছে এই এক্সিবিশনে। আরও থাকছে পাকিস্তানি শিল্পী ইমরান জাইবের নিউ মিডিয়া থ্রি-ডি আর্ট ওয়ার্ক। এছাড়াও দেশের অনেক স্বনামধন্য শিল্পীরা এ আয়োজনের অংশ হচ্ছেন যাদের মধ্যে আছেন সুফি শিল্পী রনি আহম্মেদ, শিল্পী আশরাফ হোসেন, শিল্প নির্দেশক মুহাম্মদ জহির উদ্দিন।

সুফি আর্ট

শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয়ের ফাইন আর্ট বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর কোর্সের গুণী শিল্পীদের সমাহারে দিনব্যাপী কর্মশালা ও কনফারেন্স এর আয়োজন করা হয়েছে। যাদের মধ্যে আছে শিমুল, রানা খন্দকার, শিখা, রাফিউল ইসলাম, হাসিনূর বীথি এবং হাবিব।

প্রদর্শনীটি উৎসর্গ করা হয়েছে সর্দার এ আউলিয়া খাজা বাবা মঈনুদ্দিন চিশতীকে (রহ.)-কে।