আস্ত রেজ্যুমে! লেখা আছে অভিনয়-যোগ্যতার কথা, উল্লেখ আছে ভাষা দক্ষতার এবং বেশ কিছু ব্যক্তিগত তথ্যও। বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন টুইটারে পোস্ট করেছেন নিজের চাকরির আবেদন। মুহূর্তেই তাতে মিলেছে ৭০ হাজারেরও বেশি লাইক। কিন্তু চাকরিটা কি জুটবে অ্যাংরি ইয়ংম্যানের কপালে? কিংবা এই বয়সে কেনইবা চাকরি খুঁজছেন তিনি? তাও আবার অভিনয়ের!
বলিউড কি কেবল নতুনদেরই নিচ্ছে সিনেমায়? অভিজ্ঞ চরিত্রাভিনেতাদের জন্য কি একটাও ক্যারেক্টার হচ্ছে না? আর এই বয়েসে কেনই বা তার নতুন চাকরি দরকার? নাতনি আরাধ্যকে নিয়ে হেসে খেলে বাকি দিনগুলো পার করে দিলেই তো হয়, তাই না?
প্রিয় পাঠক, ঘটনা অবশ্য জটিল কিছু না। বিগবির খ্যাতি রয়েছে মোক্ষম সময়ে চমৎকার বুদ্ধিদীপ্ত সব হাস্যরসাত্মক কথাবার্তা বলার কারণে। এবারের ঘটনাও তাই। মুম্বই এজ নামের এক পত্রিকা সম্প্রতি এক নিউজ করেছে যার মূল বক্তব্য হলো আমির খান বা শহিদ কাপুরদের সাথে ক্যাটরিনা কাইফ বা দীপিকা পাদুকোনের মত নায়িকাদের জুটি বাঁধার বেলায় বাধ সাধছে নায়কদের উচ্চতা। পদ্মুবাতের শুটিংয়ের সময়ও নাকি সঞ্জয় লীলা ভানশালিকে বারবার খেয়াল রাখতে হয়েছে যেন কোনভাবেই শহিদকে দীপিকার চেয়ে উচ্চতায় খাটো না দেখায়। রাজা যদি রানীর চেয়ে উচ্চতায় খাটো হন- দর্শকরা কি মানবে! ব্যাপারটা আদপে সত্য কিনা তা নিয়ে পাঠকরা মেতে উঠবার আগেই বিগ বি ছুঁড়েছেন টুইটাস্ত্র!
নিজের রেজ্যুমে পোস্ট করে বিগবি তাই দাবি করেছেন যে, আলোচ্য দুই লাস্যময়ী নায়িকার কারোর ক্ষেত্রেই উচ্চতাসংক্রান্ত কোন জটিলতা হবার কোন সম্ভাবনা তার নেই, কারণ বলিউড মাতানো এই অভিনেতার উচ্চতা যে ৬ ফুটেরও বেশি। বিগবি’র এই প্রগলভ স্বীকারোক্তিতে মজা পেয়ে এখন পর্যন্ত প্রায় ১৩ হাজার ভক্ত লাইক-শেয়ার- কমেন্ট আর রিটুইট করে অ্যাকটিভ আছেন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। উল্লেখ্য যে, নিজের প্রায় সমবয়সী ঋষি কাপুরের বাবার চরিত্রেও সম্প্রতি অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, যার নাম ১০২ নটআউট। আরও অভিনয় করছেন আয়ান মুখার্জীর “ব্রহ্মাস্ত্র” সিনেমায় যাতে রনবীর কাপুরকে দেখা যেতে পারে সুপারহিরোর ভূমিকায়। তবে দর্শকদের হতাশ করতে একটি তথ্য দেওয়া যেতে পারে, সেটি হল এ দুই সিনেমার কোনটিতেই নেই দীপিকা বা ক্যাটরিনা।