কেরালার প্রত্যেকটি মানুষ নিজের নাম নিজেই সই করতে পারেন মানে স্বাক্ষর আরকি! ভারতের কেরালা রাজ্য সরকারের অনন্য এই অর্জন উদযাপনে একটি ছবি এঁকেছিলেন চিত্রী মকবুল ফিদা হুসেন। অসাধারণ একটা ছবি। বড় ক্যানভাসে বেশ কিছু মানুষ সংবাদপত্র পড়ছেন। 100% Literacy ছিল সে ছবির নাম।
দৈনিক খবরের কাগজ পড়ার বিষয়টা মানুষকে শিক্ষিত করে তোলে বা শিক্ষিত মানুষেরাই খবরের কাগজ পড়ে- এই ছিল হুসেনের অনুমান। মানুষ চায় নিজের চারপাশ, বিশ্ব-ব্রহ্মান্ড এমনকি স্নানরতা ছুছুন্দরীর তামাশা দেখতে, জানতে। সে নিজে জানতে চায়, আর নিজের অর্জিত জ্ঞান জাহির করতে ব্যাকুল হয়ে পথে পথে, দ্বারে দ্বারে মাথা কুটে মরে। ক’বছর আগেও এদেশে জ্ঞান জাহিরের সুযোগ ছিল কম। জুকারবার্গের দাক্ষিণ্যে জ্ঞান জাহির করার সুযোগটা সদ্য বঙ্গ দেশে নাজেল হয়েছে। রাজধানীতে এখন সরকারি পার্কের চেয়ে টিভি চ্যানেলের হেডঅফিসের সংখ্যা বেশি। পর্দায়, পত্রিকায় রোজ লড়াই, লড়াই. লড়াই চাই- এই স্লোগান চলে। কার লড়াই, কিসের লড়াই- তা নির্নয় ন জানি। জ্ঞান জাহিরের এই ননএন্ডিং প্রক্রিয়ায় জ্ঞানীরা পথ দেখাবেন অজ্ঞদের– শুধু এটুকুই ছিল আশা। কিন্তু সে সাধ না মিটিল, আশা না ফুরিলো!!
জাতীয় দলের কোচ থেকে কেওক্রাডাং- সর্বত্র বিরাজমান এক জ্ঞানের ভাণ্ডার খুলে বসেছেন প্রবীণেরা। তারা সুন্দরবন জানেন, চা বাগানের শ্রমিক জানেন, এমনকি জানেন মমিনুলের ফুটওয়ার্কের সমস্যার সমাধানও। এত জ্ঞান নিয়ে রাত্রিকালে তারা ঘুমান যে কখন!!!
অবশ্য আছেন আরেক পক্ষও, তারা জানেন এবং বিশ্বাস করেন উপরোক্ত পক্ষের কেউই আদপে তামাম দুনিয়ার কোনো বিষয়ে কিস্যু জানেন না। কি জানেন না, কতটুকু ভুল জানেন সেটি নিয়েও অবশ্য বিশ্লেষণের বালাই নেই, ফ্যাক্ট চেকের প্রশ্ন নেই। এরূপ জ্ঞানযন্ত্রনা থেকে উৎসাহী জনতাকে মুক্তি দেওয়ার কথা ছিল যে সংবাদকর্মীদের, তারা ভীষণ ব্যস্ত সেলফি তুলতে। কমন সেন্স থুক্কু সাংবাদিকতার মৌলিক জ্ঞানটুকু ভুলে তারা এখন ব্যস্ত মতামত গড়তে। সেটি শিক্ষা ব্যবস্থা নিয়ে হোক বা অনলাইন নীতিমালা নিয়েই হোক! প্রতিটি বিষয়েই তাদের নিজস্ব মত রয়েছে, এবং সেটির সাথে আপনাকে অতি অবশ্যই একমত হতে হবে। নচেৎ ট্যাগ খেয়ে যাওয়া বাদে কিছু করার নেই। একটা আস্ত জাতি সহনশীলতা আর পরমত সহিষ্ণুতা ভুলে অলস চিন্তার ট্রাফিকে আটকা পরে ঘামছে। কেউ কি দেখার নেই? একটু সুস্থির হয়ে কি করছি সেটা ভাববার সময় কি কারো নেই?
জ্ঞানের ভারে ভারাক্রান্ত না হতে চাইলে দেখুন ছুছুন্দরীর স্নানের দৃশ্য-