১৯৬৮ সালে রিলিজ পেয়েছিল একটি সিনেমা, নাম ‘চৌরঙ্গী’। কাহিনি ছিল শংকরের বেস্টসেলার ‘চৌরঙ্গী’ উপন্যাস অবলম্বনে। বলা হয়, ‘চৌরঙ্গী’ই নাকি বাঙালি পাঠককে প্রথম পাঁচ তারা হোটেল চিনিয়েছিল। একটি পাঁচ তারা হোটেলের নেপথ্যের মানুষগুলোর জীবন নিয়ে তৈরি সে সিনেমায় অভিনয় করেছিলেন উত্তম কুমার, বিশ্বজিৎ, সুপ্রিয়া দেবী, শুভেন্দু চট্টোপাধ্যায়, অঞ্জনা ভৌমিক ও উৎপল দত্তের মতো তারকারা।
ভারতের জাতীয় পুরস্কারজয়ী পরিচালক সৃজিত মুখোপাধ্যায় রিমেক করতে চলেছেন উত্তম-সুপ্রিয়ার সেই ক্ল্যাসিক সিনেমাটি। যদিও সৃজিত মুখোপাধ্যায় বলছেন, ‘আমরা পুরোনো চৌরঙ্গী রিমেক করছি না। এটা অন্য রকম ছবি হবে। এখানে গল্প বলার ধরনটাই হবে আলাদা। এত বছর পর হোটেল সংস্কৃতির চিত্রটা পাল্টে গেছে। তাই আমাদের গল্পটা ২০১৮ সালের প্রেক্ষাপটে তৈরি হবে।’ সৃজিতের করবী গুহ হচ্ছেন বাংলাদেশের জয়া আহসান। সদ্য প্রয়াত গুণী অভিনেত্রী সুপ্রিয়া দেবীর অভিনীত চরিত্রটি এবারে পর্দায় মুখর করে তোলবেন জয়া। আর স্যাটা বোসের চরিত্রে কাস্ট প্রসেনজিতের সাথে তার রসায়নটা কেমন দাঁড়াবে সেটি নিয়েও আগ্রহী সকলেই।
সব কিছু ঠিকঠাক থাকলে এ বছরের জুনেই শু্টিং শুরু হবে ‘চৌরঙ্গী’র। জয়া আহসান এবং প্রসেনজিৎ ছাড়াও এই ছবিতে অনিন্দ্য পাকড়াশি চরিত্রে যীশু সেনগুপ্ত, মিসেস পাকড়াশি চরিত্রে মমতা শঙ্কর, কথক শঙ্কর চরিত্রে আবির চট্টোপাধ্যায় এবং মার্কো পোলো চরিত্রে অভিনয় করবেন অঞ্জন দত্ত।