ভিজ্যুয়াল আর্টিস্ট ও প্রামাণ্য আলোকচিত্রী এম আর হাসানের একক প্রদর্শনীর আয়োজন করেছে লা মেরিডিয়ান ঢাকা। শনিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় লা মেরিডিয়ান ঢাকা’র লবিতে ‘ট্রানসেন্ডেন্স থ্রু ইমেজ: অ্যান আর্ট এক্সিবিশন’ শীর্ষক এ প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত ম্যারি আনিক বুখডা। সৃষ্টিশীল ব্যক্তিদের মেধাস্বত্ব বিকাশের উদ্দেশ্যে এই চমৎকার আয়োজন করেছে লা মেরিডিয়ান ঢাকা।
প্রদর্শনীতে এম আর হাসানের ২০টি আলোকচিত্র প্রদর্শিত হয়। ছবিগুলোতে মূলত ক্রিটিকাল রিয়ালিটি, মেটা-রিয়ালিজম ও হাইপার রিয়ালিজনকে প্রাধান্য দেয়া হয়েছে। ছবিগুলোর কিছু অংশ তৈরি ‘রেডিমেড অবজেক্ট’ থেকে, আর কিছু অংশ তৈরি করা সম্পূর্ণভাবে ডিজিটাল মাধ্যমে।
প্রদর্শনীর থিম নিয়ে শিল্পী এম আর হাসান জানান, ‘ভিজুয়ালিটি আমি যেভাবে অনুভব করি কাজগুলো মূলত সেভাবে করার চেষ্টা করেছি। আধ্যাত্মিকতার ওপর জোর দিয়েছি বেশি। ট্র্যাডিশনাল ফটোগ্রাফির বাইরে আমার আধ্যাত্মিক চিন্তাগুলোকে নিপূণভাবে তুলে ধরেছি ডিজিটাল আলোকচিত্রগুলোর মাধ্যমে।’
প্রদর্শনীতে লা মেরিডিয়ান ঢাকার মহা ব্যবস্থাপক কনস্টাটিনোস এস. গ্যাব্রিয়েল সহ হোটেলটির উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। গতকাল প্রদর্শনীটি শেষ হয়েছে।