ভাষা আন্দোলন নিয়ে নির্মিত চলচ্চিত্রগুলো সম্পর্কে আপনি কতটুকু জানেন?

৫২’র ভাষা আন্দোলন বাঙালির সামষ্টিক জাগরণের অনন্য নিদর্শন। রাষ্ট্র ভাষা বাংলার জন্য এই আন্দোলন বাঙালি জাতিকে এনে দিয়েছে আত্মপরিচয়ের গৌরব, বাঙালির বুকে বুনেছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রেরণা ও সাহস। ভাষার মাসের প্রথম দিন থেকে একুশে ফেব্রুয়ারি পর্যন্ত রোজ আইস টুডে আয়োজন করবে একটি করে অভীক্ষা। বাংলা ভাষা-সাহিত্য-সংস্কৃতি ও ইতিহাসের নানা দিক নিয়ে গড়া এ আয়োজন আমাদের সকলকে প্রাণিত করুক নিজ ঐতিহ্যে জাগরুক হতে।

[viralQuiz id=9]