একুশে মুখরিত বেঙ্গল বই প্রাঙ্গণ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বেঙ্গল বই প্রাঙ্গণে গতকাল ছিলো অনন্য এক আয়োজন। নতুন প্রজন্মকে মাতৃভাষায় উৎসাহিত করতে সারা দিনব্যাপী বর্ণমালা প্রতিযোগিতা ছিলো ছোটদের জন্য। বিভিন্ন বয়সের শিশুর অংশগ্রহণে বেঙ্গল বই প্রাঙ্গণ হয়ে ওঠে প্রাণবন্ত। সন্ধ্যায় হাওয়াইয়ান গিটারে দেশাত্মবোধক গান ও যন্ত্রসংগীত পরিবেশন করেন শিল্পী মোস্তাতারি খানম কান্তা ও সানি জামান। এরপর ছিল Inventor’s Puppet এর পরিবেশনায় মাতৃভাষা দিবস নিয়ে পাপেট শো।

হাওয়াইয়ান গিটার পরিবেশনা

ইশারা ভাষায় কবিতা আবৃত্তির পরিবেশনাও এই আয়োজনে নতুন মাত্রা যোগ করে যা ব্যাপক দর্শক সমাদৃত হয়েছে। ঢাকা সরকারি বধির উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ইশারায় কবিতা আবৃত্তি করেন Inventor’s Puppet এর সদস্যদের সাথে। এছাড়াও ইশারা ভাষায় বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় বধির সংস্থার সেক্রেটারি ফজলে এলাহী। আপ্লুত দর্শকরা আসন থেকে উঠে দাঁড়িয়ে করতালির মাধ্যমে এই পরিবেশনার প্রতি সম্মান জানান।

মাতৃভাষা দিবস নিয়ে পাপেট শো

একুশে ফেব্রুয়ারির ধারাবাহিকতায় আজ ২২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার, শিল্পী সিফায়েত উল্লাহ মুকুলের কণ্ঠে ধারণকৃত অতুলপ্রসাদ সেন, রজনীকান্ত সেন, এবং দ্বিজেন্দ্রলাল রায়ের গানের অ্যালবাম ‘মোদের গরব মোদের আশা’ এর মোড়ক উন্মোচন ও সিডি প্রকাশনাও অনুষ্ঠিত হবে বেঙ্গল বইতে।