‘গেম অব থ্রোনস’ এর অভাবনীয় সাফল্যের পর HBO কি নতুন করবে- তা নিয়ে জল্পনা কল্পনার কমতি ছিলো না! ঠিক সে সময়েই ২০১৬ এর শেষ দিকে অন এয়ার হলো ‘ওয়েস্ট ওয়ার্ল্ড’। সিরিজটির ক্রিয়েট করেছেন জোনাথন নোলান ও লিসা জয়। সাই-ফাই ওয়েস্টার্ন থ্রিলার ধাঁচের এই সিরিজটির মূল গল্প অবশ্য অনেকাংশেই ধার করা হয়েছে একই নামের ১৯৭৩ সালের একটি সিনেমা থেকে। যদিও গল্পের ডালপালাকে আরো বহু দূর নিয়ে যেতে নোলান একদমই কার্পন্য করেননি। তারই প্রমাণ হিসেবে এখন অবধি HBO Originals এর সব টিভি সিরিজের মধ্যে ওয়েস্টওয়ার্ল্ডের প্রথম সিজন যে সর্বাধিকবার দেখেছে দর্শকরা সেই উপাত্তকে ধরা যায়।
প্রথম সিজনের পর থেকেই ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন পরের কিস্তির জন্য। আর করবেই বা না কেন? অ্যান্থনি হপকিন্সের অনবদ্য অভিনয়, টানটান উত্তেজনায় রেখে শেষ হওয়া প্রতিটি এপিসোড, আর শেষ হয়েও অনেক প্রশ্নের জবাব না দেয়া সিজন ফিনালে- সব মিলিয়ে দর্শকদের অপেক্ষা না করার কোন কারণই নেই।
তবে ফুরালো প্রতীক্ষার পালা। এই এপ্রিলের ২২ তারিখেই আসছে সিরিজটির দ্বিতীয় সিজন। পরশু সুপার বোল ব্রডকাস্টে রিলিজও হয়েছে এই সিজনের ট্রেইলার। আর ট্রেইলারটি নিজে পরিচালনা করেছেন জোনাথন নোলান।
তবে ট্রেইলারই বলে দিচ্ছে সিজনের গল্প আর শুধুই ‘সুইটওয়াটার’ গ্রামে আটকে থাকবে না। পৃথিবীর অভিবাসীদের এবার তাড়া করবে ‘হোস্ট’ নামের বুদ্ধিমান অ্যান্ড্রয়েডরা।
পুরোনো চরিত্রগুলোতো থাকছেই, এবারের সিজনে দেখা মিলেছে আরও কয়েকটি নতুন চরিত্রের। সুতরাং, ট্রেইলারটা দেখে নিন এখুনি।