‘চিলড্রেন অব হেভেন’ খ্যাত ইরানি পরিচালক মাজিদ মাজিদি এবার বলবেন মুম্বাইয়ের এক বস্তিতে দুই ভাই-বোনের গল্প। বিপথে চলে যাওয়া এক নিঃসঙ্গ যুবক আমির, আর তার ডিভোর্সড বড় বোন তারা; এ দু’টি চরিত্রকে কেন্দ্র করেই তৈরি হয়েছে ‘Beyond The Clouds’ সিনেমাটি। আমিরের চরিত্রে অভিনয় করেছেন শহীদ কাপুরের ছোট ভাই ইশান কাট্টার! বলিউডের চিরচেনা পরিবার প্রথা। সিনেমার ‘তারা’ চরিত্রে থাকছেন মালায়ালাম অভিনেত্রী মালভিকা মোহানান। ইতিমধ্যেই বিভিন্ন দেশে মুক্তি পেলেও ভারতে সিনেমাটি মুক্তি পাচ্ছে আগামী ২৩ মার্চ।
সিনেমার গল্প খুব বেশি জটিল নয়। বরাবরের মতোই মাজিদ মাজিদি খুব সাধারণ একটা গল্পকেই বেছে নিয়েছেন দর্শকদের সামনে অসাধারণ করে বলার জন্য। এশিয়ার সবচেয়ে বড় বস্তি মুম্বাইয়ে। সেই বস্তির নিত্যদিনের গল্পই তিনি দেখিয়েছেন দুই ভাই-বোনের টিকে থাকাকে কেন্দ্র করে।
আমির চরিত্রটি বস্তির উঠতি যুবকদের জীবনে আসা জটিলতাগুলোরই প্রতিচ্ছবি। সন্ত্রাসের কালো দুনিয়ায় জড়িয়ে পরা সেখানে কতটা স্বাভাবিক দৈনন্দিন একটি ব্যাপার তাই পরিচালক এই চরিত্রটির মাধ্যমে দেখানোর চেষ্টা করেছেন। অন্যদিকে তারা নিজের সম্ভ্রম বাঁচানোর জন্য আহত করে ফেলে এক ব্যক্তিকে। এরপর পুলিশ তারা-কেই ধরে নিয়ে যায় জেলখানায়। বোনকে জেল থেকে বের করার জন্য নানান কিছু করার চেষ্টা করে আমির। এভাবেই সিনেমার গল্পটা এগোতে থাকে।
গল্প, কাহিনী ও চিত্রনাট্য করেছেন মাজিদি নিজেই। চিত্রনাট্য তৈরিতে তার সাথে ছিলেন মেহরান কাশানি। আর সিনেমাটোগ্রাফার হিসেবে ছিলেন ‘লাগান’ খ্যাত অনিল মেহতা। আর সিনেমাটির সঙ্গীতায়োজন করেছেন এ. আর. রহমান। আর দেরি না করে সিনেমাটির ট্রেইলার দেখে নিন এখুনি।