আবারো নাবিলা ঝড়, সাথে রয়েছেন অনুপম

তিনি সিনেমা করেছিলেন একটিই, নাম ছিল ‘আয়নাবাজি’। সেই যে ঝড়ের শুরু, আজও থামলো না। এবার ‘নাবিলা’ ঝড় তুলেছেন মিউজিক ভিডিও দিয়ে। তার সাথে যে হাজির হয়েছেন ওপার বাংলার জনপ্রিয়তম কন্ঠশিল্পী, অনুপম রায়। গান তো বটেই, মিউজিক ভিডিওতেও আছেন তিনি। পাশাপাশি গানটির কথা, সুর ও সংগীত আয়োজনও অনুপমেরই করা। ইউটিউবে কেবলই প্রকাশিত হয়েছে গানটির টিজার।

মিউজিক ভিডিওর একটি দৃশ্যে নাবিলা

অনুপম রায় তো ঝড় তোলেন নিত্য। সেই ‘আমাকে আমার মত থাকতে দাও’ ভুলেছেন আপনি? বলিউডের পাড়াতেও ঢু দিয়েছেন কয়েক দফা। এবার আগমন বাংলাদেশে, গান নিয়েই।

গায়ক অনুপমও থাকছেন মিউজিক ভিডিওতে

গেল ঈদে নাটক পাড়াতেও আলোড়ন তুলেছিলেন নাবিলা। ‘কথা হবে তো?’ নাটকে অভিনয় করে। এরপর এই ঢাকা শহরে কে বা কারা পোস্টার লাগিয়েছিল, ‘নাবিলা জানো, একজন মুমূর্ষু রোবটের রক্তের প্রয়োজন?’ জানা কথা, হুজুগে বাঙালির দেশে বেশ আঁচ লেগেছিল নাবিলার গায়ে।

ই-টিউনসের প্রযোজনায় মিউজিক ভিডিটি পরিচালনা করেছেন শাহরিয়ার পলক। সবাই প্রতীক্ষায় থাকুন, পুরো মিউজিক ভিডিও প্রকাশের। সাথে চোখ রাখুন ই-টিউনসের ইউটিউব চ্যানেলে।