সময়টা ১৯৯৭। প্রীতি জিনতার বয়েস তখন মাত্র ২২। মাত্রই ক্রিমিনাল সাইকোলজি নিয়ে পড়াশুনা শেষ করেছেন তিনি তখন। এক বান্ধবীর সাথে এমনিতেই অডিশনে ঘুরতে গিয়েছিলেন প্রীতি। পরিচালক ও প্রযোজক শেখর কাপুর তাকে দেখেই পছন্দ করে ফেললেন। অনুরোধ করলেন প্রীতিকে, যেন সেও অডিশনটা দেয়। প্রীতিও খেয়ালের বশে অডিশনটা দিয়েই ফেললেন। শেখর কাপুরও তাকে ঋত্বিক রোশানের বিপরীতে ‘তারা রাম পাম পাম’ সিনেমার নায়িকা হিসেবে বেছে নিলেন। কিন্তু পরে এই সিনেমাটি আর না করার সিদ্ধান্ত নেন শেখর কাপুর।
তিনি প্রীতিকে নিজের প্রযোজনায় অন্য আরেকটি সিনেমায় অভিনয় করতে বলেন। প্রীতিও রাজি হয়ে যান। ১৯৯৮ সালে মনি রত্নাম এর ‘দিল সে’ সিনেমায় শাহরুখ খানের বিপরীতে অভিনয়ের মাধ্যমে প্রথম বড় পর্দায় আসেন প্রীতি জিনতা। যদিও মনিষা কৈরালা ছিলেন সিনেমার নায়িকা। পার্শ্বচরিত্রে ছিলেন প্রীতি জিনতা। কিন্তু এতেই বলিউডের সবার নজরে চলে আসেন প্রীতি জিনতা। সেবছরই আব্বাস মাস্তানের ‘সোলজার’ সিনেমাতেও অভিনয় করেন প্রীতি। এই দুটি সিনেমায় তার অসাধারণ অভিনয় তাকে ক্যারিয়ারের প্রথম বছরেই এনে দেয় ‘Filmfare Award for Best Female Debut’ পুরস্কার।
এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি হিমাচলে প্রদেশের শিমলায় জন্ম নেয়া এই অভিনেত্রীর। ইদানীং আর তাকে খুব একটা বড় পর্দায় দেখা না গেলেও ‘কোয়ি মিল গ্যায়া’, ‘দিল চাহতা হ্যায়’, ‘কাল হো না হো’, ‘বীর-জারা’ সহ আরো অনেক ব্যবসাসফল সিনেমা দিয়ে একসময় পুরো বলিউড মাতিয়েছেন তিনি। আজ তার জন্মদিন।
প্রীতি জিনতার ক্যারিয়ারে রয়েছে প্রচুর হিট গান। ভালো নাচতে পারেন বলে আলাদা করে বলিউডে সুনাম ছিলো তার। সেরকমই কিছু গান মনে করিয়ে দেয়া যাক আবার পাঠকদের-
Jiya Jale (Dil Se)
এ গানটির সঙ্গীতায়োজনে ছিলেন এ আর রহমানের এবং গেয়েছিলেন লতা মুঙ্গেশকর। এই গানের চিত্রায়নে প্রীতি জিনতার সাথে ছিলেন শাহরুখ খান। সেসময় প্রচন্ড জনপ্রিয় এই গানটি আজও অনেকের প্লেলিস্টে রয়ে গেছে।
Soldier Soldier Meethi Baaten (Soldier)
আনু মালিকের সঙ্গীতায়োজনে এ গানটি গেয়েছিলেন অলকা ইয়াগনিক ও কুমার শানু। ববি দেওলের সাথে প্রীতিকে দেখা যায় এই গানে।
Koi Mil Gaya (Koi… Mil Gaya)
প্রীতির ক্যারিয়ারের সবচেয়ে ব্যবসাসফল সিনেমা এটি। রাকেশ রোশানের পরিচালনায় এই সাই-ফাই সিনেমায় তিনি ছিলেন ঋত্বিক রোশানের বিপরীতে। আর এ গানটি গেয়েছিলেন উদিত নারায়ণ ও এস. কে. চিত্রা।
It’s the Time to Disco (Kal Ho Naa Ho)
শংকর-এহসান-লয় ছিলেন এই সিনেমার সঙ্গীতায়োজনে। তখনো আধুনিক আইটেম গানের বাজার এতো প্রসারিত হয়নি বলিউডে। বছর জুড়ে শত শত আইটেম গান বেরও হতো না। এই গানে প্রীতির লুক সেবছর সবার মন কেড়ে নিয়েছিলো।
Bol Na Halke Halke (Jhoom Barabar Jhoom)
সিনেমাটি খুব বেশি সাড়া ফেলতে না পারলেও এই গানটি আলাদা করে বেশ জনপ্রিয় ছিলো সেবছর। শংকর-এহসান-লয় ছিলেন এই গানটির আয়োজনেও। গেয়েছিলেন রাহাত ফতেহ আলী খান ও মহালক্ষ্মী আইয়ের।