সাহিত্যচর্চায় নবীনদের অবদান সবসময়ই গুরুত্বপূর্ণ। একটি দেশের সাহিত্যচর্চায় গতিময়তা ধরে রাখার জন্য প্রয়োজন নবীনদের অনুপ্রাণিত করা, তাদের কাজের ধারাকে অব্যাহত রাখা। বাংলাদেশের সাহিত্যচর্চার ক্ষেত্রে এমনই এক সুদূরপ্রসারী চিন্তাধারা নিয়ে কাজ করে চলেছে কালি ও কলম । ২০০৮ সাল থেকে ধারাবাহিকভাবে তরুণ কবি ও লেখক পুরস্কার প্রদান করে আসছে এই মাসিক পত্রিকাটি। অনুপ্রাণিত করছে তাদেরকে, নতুন দিগন্তে পথ চলার জন্য। আজ ২০১৭ সালে পুরস্কৃত সাহিত্যিকদের তালিকা প্রকাশ করল কালি ও কলম । আর এরই মাঝে ধারাবাহিকতার ১০ম বছর পূর্তি হল। এখন শুধু অপেক্ষা আজ সন্ধ্যায় বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে পুরস্কার হাতে তুলে দেওয়ার।
সাম্প্রতিক সময়ে প্রকাশিত সাহিত্য থেকে নবীন লেখকদের এই পুরস্কার প্রদানের মাধ্যমে অনুপ্রাণিত হয়েছেন আরও অনেক নবীন লেখক। ইতিবাচক প্রভাব ফেলেছে তাদের সাহিত্যচর্চার জীবনে। তরুণ কবি ও লেখকদের মাঝে ছড়িয়ে পড়া এই ইতিবাচক ধারা বাংলাদেশের সাহিত্যের ক্ষেত্রেও এক দারুণ প্রভাব ফেলেছে।
‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০১৭’ তে প্রতিযোগিতা হয়েছে মোট ৫টি বিভাগে। এ বছরের প্রতিযোগিতা শেষে অবশেষে নির্বাচিত হয়েছেন চূড়ান্ত বিজয়ীরা। পুরস্কৃত হয়েছেন কবিতায় জুমজুয়াড়ি গ্রন্থের জন্য মিজানুর রহমান বেলাল ও নিশিন্দা পাতার ঘ্রাণ কাব্যগ্রন্থের জন্য হোসনে আরা জাহান, কথাসাহিত্যে এই বেশ আতঙ্কে আছি গ্রন্থের জন্য তাপস রায়, প্রবন্ধ, গবেষণা ও নাটকে নৃত্যকী গ্রন্থের জন্য আলতাফ শাহনেওয়াজ, মুক্তিযুদ্ধ বিষয়ক সাহিত্যে মুক্তিযুদ্ধের অজানা ভাষ্য গ্রন্থের জন্য মামুন সিদ্দিকী এবং শিশু-কিশোর সাহিত্য বিভাগে হরিপদ ও গেলিয়েন গ্রন্থের জন্য রাজীব হাসান।
আজ ৩০ জানুয়ারি মঙ্গলবার বিকেল ৫টায় জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার’ প্রদান করা হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কালি ও কলম সম্পাদকমণ্ডলীর সভাপতি এমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। সম্মানীয় অতিথি থাকবেন বিশিষ্ট রবীন্দ্র গবেষক ও প্রাবন্ধিক মার্টিন কেম্পশেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন বিশিষ্ট প্রাবন্ধিক, শিল্প-সমালোচক ও কথাসাহিত্যিক সৈয়দ মনজুরুল ইসলাম।
অনুষ্ঠান শেষে রবীন্দ্রনাথের গান পরিবেশন করবেন শিল্পী লাইসা আহমেদ লিসা।
এক নজরে পুরস্কৃত হতে যাচ্ছেন যে সকল তরুণ কবি ও লেখক-
জুমজুয়াড়ি কাব্যগ্রন্থের জন্য কবিতায় ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০১৭’ পেয়েছেন কবি মিজানুর রহমান বেলাল। জুমজুয়াড়ি গ্রামীণ জীবন আর জনপদের শিল্পকথা। মিজানুর রহমান বেলালের কবিতার চরণ যেন মনে করিয়ে দেয় আমাদের চিরচেনা সেই গ্রামের কথা, সেখানকার মানুষের কথা।
নিশিন্দা পাতার ঘ্রাণ কাব্যগ্রন্থের জন্য কবিতায় ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০১৭’ পেয়েছেন কবি হোসনে আরা জাহান। নিশিন্দা পাতার ঘ্রাণ আবেগ, উল্লাস আর ভালোবাসায় মেশা কৈশোরের অনুভূতির অনুপম এক শিল্পকথা। নিশিন্দা পাতার ঘ্রাণ কাব্যগ্রন্থে শব্দ আর ছন্দ নিয়ে হোসনে আরা জাহানের পরীক্ষা-নিরীক্ষার স্বাক্ষর আছে, আছে ভাব আর ভাবনার শিল্পায়নে নিজস্বতার ছাপ। বাংলাদেশের গ্রামীণ জীবন ও সংস্কৃতি নিশিন্দা পাতার ঘ্রাণ কাব্যে নতুন গন্ধ, সৌরভ আর আস্বাদ নিয়ে নবজন্ম লাভ করেছে।
কথাসাহিত্য শাখায় ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০১৭’ অর্জন করেছেন তরুণ লেখক তাপস রায়। সমকালীন জীবনের বহুমাত্রিক অসংগতি নিয়ে রচিত হয়েছে তাঁর রম্যগল্পগ্রন্থ এই বেশ আতঙ্কে আছি। তাপস রায়ের প্রথম প্রকাশিত রচনাটিও ছিল রম্যগল্প। এরপর থেকেই রম্য-রচনার ক্ষেত্রে নিরলসভাবে লিখে চলেছেন এই লেখক। রবীন্দ্রনাথের রসবোধ নিয়ে লেখা তাঁর রসিক রবীন্দ্রনাথ খুবই সরস রচনা। আমাদের সাহিত্যক্ষেত্রে রম্যরচনা বা রস-রচনার অতীতে যতটা সমৃদ্ধ ছিল আজকাল ততটা নেই। অল্প ক’জন লেখকই এই শাখায় তাঁদের অবদান রেখে চলেছেন। তাপস রায় এঁদেরই অন্যতম। লেখকের অভিজ্ঞতার ঝুলি বেশ ভারি রসবোধ অসামান্য এবং তা প্রকাশের ভাষাও তীক্ষ এবং সরস। তাপস রায়ের এ বই নিঃসন্দেহে পাঠকের কাছে আনন্দদায়ক হবে।
মুক্তিযুদ্ধ বিষয়ক সাহিত্য শাখায় মুক্তিযুদ্ধের অজানা ভাষ্য শীর্ষক গ্রন্থ রচনা করে ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০১৭’ অর্জন করেছেন গবেষক মামুন সিদ্দিকী। হাজার বছরের বাঙালির রাজনৈতিক জীবনের এক গৌরবোজ্জ্বল অধ্যায় মুক্তিযুদ্ধ। বাংলার পথে-প্রান্তরে এবং জনমানসে ছড়িয়ে আছে মুক্তিযুদ্ধের অসংখ্য আবেগময় ও বেদনাদীর্ণ কাহিনি। মামুন সিদ্দিকীর মুক্তিযুদ্ধের অজানা ভাষ্য গ্রন্থটি জনমানসে ছড়িয়ে থাকা সেইসব কাহিনির অন্তরঙ্গ রূপচিত্র। জনমানসে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের ক্রিয়া-প্রতিক্রিয়া, মুক্তিযুদ্ধে জনমানসের একাত্মতা, সাংস্কৃতিক প্রতিরোধ ও সাংস্কৃতিক ভূমিকা, মুক্তিযুদ্ধে ত্রিপুরার ভূমিকা, কুমিল্লার গণহত্যা, গণকবর ও বধ্যভূমি এবং কুমিল্লার ধ্বংস ও নির্যাতনের কড়চা নিয়ে রচিত বিশ্লেষণধর্মী প্রবন্ধগুলো এ গ্রন্থের মূল্যবান সংযোজন। মামুন সিদ্দিকী নতুন লেখক নন, তিনি মূলত প্রাবন্ধিক ও গবেষক। ভাষা-আন্দোলন ও মুক্তিযুদ্ধ বিষয়ে তিনি কাজ করছেন অনেকদিন। তারই ধারাবাহিকতায় বর্তমান গ্রন্থটি রচনা করেছেন তিনি।
নৃত্যকী নাটক রচনার জন্য প্রবন্ধ, গবেষণা ও নাটক শাখায় ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০১৭’ পেয়েছেন নাটককার আলতাফ শাহনেওয়াজ। মিথ-গাথা-ঐতিহ্য আর সমকালের জীবনযাপন এইসব মিলে গড়ে উঠেছে বর্ণনামূলক নাট্যশিল্প নৃত্যকী। গারো জীবনের কথা শোনাতে শোনাতে বক্ষ্যমাণ রচনায় আলতাফ শাহনেওয়াজ আমাদের শোনান বৃহত্তর জীবনের কথা, জীবন-সংগ্রামের কথা যে-কথায় গারো জনজাতি আর বাঙালি জনগোষ্ঠী গিয়ে দাঁড়ায় একই কাতারে। নৃত্যকীতে আলতাফ শাহনেওয়াজের পরীক্ষার ছাপ আছে, শব্দ-ব্যবহারে আছে নিজস্বতার পরিচয়। সাধনা অব্যাহত রাখলে বর্ণনামূলক নাট্যধারায় আলতাফ শাহনেওয়াজ নতুন কিছুই দেবেন পাঠকদের।
শিশু-কিশোর সাহিত্য শাখায় ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০১৭’ অর্জন করেছেন হরিপদ ও গেলিয়েন গ্রন্থের লেখক রাজীব হাসান। বৈজ্ঞানিক কল্পকাহিনির বাঁধভাঙা কল্পনার সুতোয় বোনা এই কাহিনির লেখক কিন্তু বাস্তব পৃথিবীর বুকে দুই পা ফেলেই হেঁটেছেন। বিদ্বেষ-ভারাক্রান্ত পৃথিবীকে মানবিক ভালোবাসায় ভরিয়ে দেওয়ার স্বপ্নগাথাই রচিত হয়েছে রাজীব হাসানের হরিপদ ও গেলিয়েন গ্রন্থে। চমৎকার ঝরঝরে ভাষায় এই স্বপ্নিল কাহিনি কিশোর পাঠকদের উপহার দিয়েছেন লেখক। বৈজ্ঞানিক কল্পকাহিনির আদলে আসলে রচিত হয়েছে মানবিক পৃথিবীর জয়গাথা। কিশোর পাঠকরা দারুণ উপভোগ করবে বইটি।