শুভ জন্মদিন হে নায়করাজ!

বাংলা সিনেমার কিংবদন্তি নায়করাজ রাজ্জাকের ৭৬তম জন্মজয়ন্তী আজ।  ১৯৪২ সালের ২৩ জানুয়ারি কলকাতার টালিগঞ্জে জন্মগ্রহণ করেন এই গুণী অভিনেতা- পরিচালক ও প্রযোজক।  বাবা আকবর হোসেন ও মা মিরারুন্নেসার কনিষ্ঠ সন্তান ছিলেন রাজ্জাক।  অভিনয় জীবনে পা রাখেন কলকাতার মঞ্চ নাটক দিয়ে।  যদিও দেশভাগের পরে চলে আসেন পূর্ব বাংলায়।  অভিনয় করেছেন প্রায় ৩০০টি বাংলা ও উর্দু চলচ্চিত্রে, যার মধ্যে বেশ কিছু ওপার বাংলায়।  নিজে পরিচালনাও করেছেন ১৬টি চলচ্চিত্র।  নব্বইয়ের দশক পর্যন্ত দাপটের সাথেই ঢালিউডের মুখ্য চরিত্রে অভিনয় করেন রাজ্জাক।  তাঁর অভিনীত উল্ল্যেখযোগ্য ছবিগুলোর মধ্যে রয়েছে- ‘জীবন থেকে নেয়া’, ‘নীল আকাশের নীচে’, ‘বাবা কেন চাকর’, ‘এতটুকু আশা’, ‘আলোর মিছিল’, ‘অশিক্ষিত’, ‘অভিযান, ‘নাচের পুতুল’, ‘রংবাজ’, ‘প্রফেসর’, ‘সৎ ভাই’ ও ‘বড় ভালো লোক ছিল’-এর মতো সিনেমা।  ২০১৩ সালে ভূষিত হয়েছেন জাতীয় চলচ্চিত্র আজীবন সম্মাননা পুরস্কার ও মেরিল-প্রথম আলো আজীবন সম্মাননা পুরস্কারে।  এছাড়া বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) পুরস্কার তো পেয়েছেন অসংখ্যবার।

আজ তাঁর জন্মদিন।  সদ্যপ্রয়াত এই বরেন্য অভিনেতাকে শুভেচ্ছা জানাতে নতুন একটি সিঙ্গেল প্রকাশ করেছেন সুরকার, সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী সুমন কল্যাণ।  লেজার ভিশনের ইউটিউব চ্যানেল সোমবার দুপুরে প্রকাশ হয়েছে গানটি।  ‘তুমি সূর্য, তুমি আলো/আঁধারের পথে আগুন জ্বালো/ কালের যাত্রী তুমি, তোমার নাই তো শেষ/ তুমি নায়করাজ কোটি প্রাণের রেশ’- এমনই কথায় ‘নায়করাজ’ শিরোনামের গানটি লিখেছেন আবু সায়েম চৌধুরী।  সুর ও সংগীতায়োজনের পাশাপাশি কণ্ঠ দিয়েছেন সুমন কল্যাণ।  চলুন শুনে নেওয়া যাক সুরকার, সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী সুমন কল্যানের নায়করাজকে উৎসর্গ করা সেই গানটি।

গানের লিংক-