সবারই থাকে নিজস্ব কিছু পরিচয়, থাকে সেই আত্মপরিচয় নির্মাণের সচেতন প্রয়াসও। আজ থেকে বেশ কয়েক বছর আগে ২০০৯ সালে জন্ম নেয়া ব্যান্ডদল সহজিয়ার পরিচয় তৈরি হয়েছে সঙ্গীতে নিমগ্নতার ভেতর থেকেই। নামের মতই সহজ কথা ও সুরের গান, একই সাথে সঙ্গীতের নিজস্ব সমুদ্রের গভীরে থাকা আলো ও অন্ধকারের অনুসন্ধান- এর সবই সহজিয়ার বৈশিষ্ট্য হয়ে উঠেছে এ ক’বছরে। সহজিয়ার গানে চিন্তা বা কনসেপ্ট সবসময়ই গুরুত্ব পেয়েছে, তবে চিন্তা আরোপিত হয়নি কখনো, সঙ্গীতই মুখ্য থেকেছে। ধীরে ধীরে সহজিয়ার পরিসর ও শ্রোতা বেড়েছে। একটা সময় পর্যন্ত মূলত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোই ছিল সহজিয়ার বিচরণ ক্ষেত্র। ২০১৩ সালে প্রথম অ্যালবাম ‘রঙমিস্ত্রী’ প্রকাশিত হওয়ার পর বোকা পাখি, রঙমিস্ত্রী, অপেক্ষা, শবনমসহ অ্যালবামের প্রায় সবগুলি গানই শ্রোতাপ্রিয় হয়ে ওঠে-সহজিয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ছোট গণ্ডি অতিক্রম করে সঙ্গীতপ্রেমীদের বৃহত্তর পরিসরেও সহজ কথা ও সুরের গভীর দ্যোতনা ছড়িয়ে দেয়। রঙমিস্ত্রী প্রকাশিত হওয়ার চার বছর পর সহজিয়ার নতুন অ্যালবাম ঘোড়া আসছে। বাংলার ব্যান্ড লাভারদের, বিশেষত সিরিয়াস গানের ভক্ত যারা-ঘোড়ার খুরের টুকটুক আগমনী শব্দের অপেক্ষার প্রহর গুনছেন তারা।
অপেক্ষার অবসান হবে আগামী ২০ জানুয়ারি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য তিন দিনব্যাপী হিম উৎসবের শেষ দিনে সেলিম আল দীন মুক্তমঞ্চে কনসার্টের মধ্য দিয়ে ছুটতে শুরু করবে সহজিয়ার নতুন অ্যালবাম ঘোড়া। অডিও সিডির মোড়ক উন্মোচনের পাশাপাশি সহজিয়া ব্যান্ডের অফিসিয়াল ওয়েবসাইট ও নিজস্ব ইউটিউব চ্যানেলেও সম্পূর্ণ অ্যালবামটি প্রকাশ করা হবে।
ঘোড়া এ্যালবামের সবগুলি গানই রেকর্ড করা হয়েছে সহজিয়ার নিজস্ব স্টুডিওতে। প্রায় দুই বছর ধরে সহজিয়ার সদস্যরা ডুব দিয়েছিলেন স্টুডিওতে; করেছেন সঙ্গীত নিয়ে নানান নিরীক্ষা, মাথা ঘামিয়েছেন আধুনিক প্রযুক্তির কলাকৌশল নিয়েও। পাশাপাশি এ সময়কালে প্রচুর কনসার্টও করেছেন। নতুন অ্যালবামে ঠাঁই পাওয়া চকলেট, ছোট পাখি বা ঘোড়া গানগুলো তাই অনেক আগে থেকেই শ্রোতাপ্রিয়। কনসেপ্চুয়াল এই অ্যালবামটিতে থাকছে মোট সাতটি গান, তার মধ্যে চারটি গানই ঘোটক সম্পর্কিত।
অ্যালবাম প্রকাশের আগেই ‘চকলেট’ ও ‘ছোট পাখি’- এ দুই জনপ্রিয় গানের মিউজিক ভিডিও প্রকাশ করা হবে ইউটিউবে। ঢাকা ও রাঙ্গামাটিতে শ্যুটিং শেষে সম্পাদিত হয়ে গানদুটো এখন কেবল প্রকাশের অপেক্ষায়।
সহজিয়ার ব্যান্ড লাইনআপ- লিরিসিস্ট ও ভোকাল: রাজু, গিটার: সজীব, শিমুল, বেইজ: জাফরী, ড্রামস: রাব্বী।