ঢাকা অ্যাটাকের জনপ্রিয়তার রেশ কাটেনি এখনও। দর্শক মাতানো সে সিনেমার অন্যতম তারকা আরেফিন শুভকে ঘিরে উন্মাদনা কমেনি একরতিও। যদিও পেরিয়েছে বেশ কয়েকটি মাস। নতুন বছরে নতুন সিনেমা নিয়ে আসছেন ঢাকা অ্যাটাকের নায়ক। সিনেমার নাম ভালো থেকো। সাথে নায়িকা হিসেব আছেন তানহা তাসনিয়া। আসছে ২ ফেব্রুয়ারি মুক্তি পাবে এই সিনেমাটি।
পরিচালক জাকির হোসেন রাজু ভালোবাসার গল্প নিয়ে নির্মিত সিনেমাটি মুক্তির জন্য বেছে নিয়েছেন ভালোবাসা দিবসের মাসটিকেই। একই মাসে মুক্তির অপেক্ষায় আছে আরও দুটি সিনেমা, স্বপ্নজাল এবং পোড়ামন-২। সবমিলিয়ে দেশের সিনেমা পাড়া জমজমাট। অপেক্ষা শুধু দর্শকের। তাদের সাড়াই জানিয়ে দেবে কোন সিনেমার বাজার জমছে।
পুলিশের চরিত্র থেকে এক ধাক্কায় পুরোদস্তুর রোমান্টিক নায়ক। এর মাঝে ঘোষণা এসেছে আরেফিন শুভর আরও একটি ছবির। সেটি বেঙ্গল ক্রিয়েশন্স প্রযোজিত বালিঘর । সেটিতেও শুভ করছেন একদম অন্যরকম এক চরিত্র। দর্শকের সেই প্রতীক্ষার মাঝেই নিজের জন্মদিনে নতুন সিনেমা ভালো থেকো নিয়ে ভক্তদের দেখা দেবেন নায়ক আরেফিন শুভ।আপাতত সবাই নাহয় মেতে উঠুক ভালো থেকো সিনেমার ‘বিয়ে’ গানটি নিয়ে। গত ১৫ জানুয়ারি গানটি মুক্তির পর থেকে এরই মাঝে যেটি ছাড়িয়ে গেছে ৪ লাখ ভিউ।