টম ক্রুজের মিশন ইন্সটাগ্রাম

ইদানিং প্রিয় তারকার হাঁড়ির খবর পেতে ইন্সটাগ্রামের প্রোফাইল ফলো করলেই চলে। মুঠোফোনে নিজের ফিড তখন ঝিলমিলিয়ে ওঠে তারাদের নিত্যদিনের ছবিতে। কিন্তু সে দুনিয়ায় যে এতদিন পা-ই রাখেননি মিশন ইম্পসিবল তারকা টম ক্রুজ! তার কি ফলোয়ারের অভাব পড়তো!

নানাবিধ সাধ্য-সাধনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে ছবি শেয়ারিংয়ের জন্য জনপ্রিয়তম ‘ইন্সটাগ্রাম’-এ নতুন প্রোফাইল নিয়ে দর্শকের কাছে হাজির হয়েছেন তিনি।

প্রায় ২২ বছর আগের কথা। ১৯৯৬ সালে শুরু হয়েছিল ‘মিশন ইম্পসিবল’ সিরিজের যাত্রা। আসছে জুলাইতে মুক্তি পাবে এই সিরিজের নতুন সিনেমা, ‘মিশন ইম্পসিবল: ফল আউট’। নিজের ৬ নম্বর ইম্পসিবল সিনেমার জন্য মিশন ইন্সটাগ্রামে তাই ক্রুজ হাজির।

আইএমএফ এজেন্ট ‘ইথান হান্ট’ বিগত বছরের সিনেমাগুলোর টানা ব্যর্থতার জের থেকে টমকে মুক্তি দেবে, এমন প্রত্যাশা দর্শকদেরও। বয়স গড়িয়েছে ৫৫ তে, তবে জনপ্রিয়তায় ভাঁটা পড়েনি এতটুকু। প্রোফাইলের সন্ধান পেয়েই, প্রায় ৭ লাখ ফলোয়ার হত্যে দিয়েছেন টমের ছবি দেখতে।

২০১৭তে ইন্সটাগ্রামে নতুন আইডি চালু করে সাড়া তুলেছিলেন ‘বলিউড’ সুন্দরী ক্যাটরিনা কাইফও। তবে টম ক্রুজতো সব অর্থেই আন্তর্জাতিক! দারুণ পেশাদার হিসেবে পরিচিত এই অভিনেতা যে ইনস্ট্রাগ্রাম মাতিয়ে রাখবেন তা অবশ্য নিশ্চিত করেই বলা যাচ্ছে।