ছবিতে ছবিতে চায়ের গল্প

দেশের চা শিল্পের সাথে জড়িত অসংখ্য চা-শ্রমিকের জীবনের নানা মুহূর্তকে ক্যামেরায় বন্দী করেছেন আলোকচিত্রী ফায়হাম ইবনে শরীফ। গত ৩ বছর ধরে দেশের বিভিন্ন চা বাগানে চা শ্রমিকদের নিয়ে কাজ করেছেন তিনি। তার তোলা ৪৮টি আলোকচিত্র নিয়ে কাল থেকে রাজধানীর ধানমন্ডিতে অলিয়স ফ্রঁসেজের লা গ্যালারিতে শুরু হচ্ছে একক আলোকচিত্র প্রদর্শনী ‘চা-চক্র: বাংলাদেশের চায়ের গল্প’। চলবে ২৬ জানুয়ারি পর্যন্ত।

শুক্রবার বিকেলে প্রদর্শনীর উদ্বোধন করবেন শ্রম ও কর্মসংস্থানবিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মজিবুল হক চুন্নু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ফকরুল আলম এবং ফ্রিল্যান্স ফটোগ্রাফার হাসান সাইফুদ্দীন চন্দন।

সোমবার থেকে বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে রাত ৯টা এবং শুক্রবার ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনীটি দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।