আঠারোর অস্কার নমিনেশন

অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের ৯০তম আসর বসবে আসছে মার্চের ৪ তারিখ। #MeToo আর #TimesUp নিয়ে উত্তাল হলিউড পাড়ায় এবারে অস্কার নিয়ে গুঞ্জন চলেছে নীরবে। যদিও গতকাল ২৩ জানুয়ারি রাতে নমিনেশন ঘোষণার পর সিনেমাবোদ্ধারা সকলেই নড়েচড়ে বসেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও শুরু হয়েছে অস্কার নিয়ে তুমুল উত্তেজনা। অস্কার নমিনেশন অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে ছিলেন টিফানি হ্যাডিশ ও অ্যান্ডি সারকিস। বেভারলি হিলসের স্যামুয়েল গোল্ডউইন থিয়েটারে অনুষ্ঠিত হয় নমিনেশন ঘোষণা উৎসবের।

সর্বোচ্চ ১৩টি নমিনেশন বাগিয়ে নিয়েছে গিলের্মো দেল তরোর The Shape of Water। ৯টি নমিনেশন নিয়ে তালিকায় এরপরেই আছে মার্টিন ম্যাকডোনাহর Three Billboards Outside Ebbing, Missouri। ক্রিস্টোফার নোলানের Dunkirk পেয়েছে ৮টি নমিনেশন। বেস্ট পিকচার ক্যাটাগরির দৌড়ে এগিয়ে রয়েছে এই ৩টি সিনেমাই।

ক্যাটাগরিগুলোকে সাধারণ দর্শকদের আরও একবার মনে করিয়ে দিতে এবারে ছোট ছোট কিছু ভিডিও তৈরি করেছেন অস্কার আয়োজকরা। যার প্রত্যেকটিতেই দেখা গেছে কোন না কোন অভিনেত্রীকে। চলুন না, ৯০তম আসরের সেই ভিডিওগুলোরই একটা হাইলাইটস দেখে নেওয়া যাক।

Production Design

গেল গ্যাডোট

ওয়ান্ডার ওম্যান খ্যাত ইজরায়েলি অভিনেত্রী গেল গ্যাডোট দেখা গেছে প্রথম ছোট্ট ভিডিওটিতেই। পুরো ভিডিওটি একটা প্রোডাকশন ডিজাইনারের দৃষ্টিকোণ থেকে তৈরি। একজন অভিনেত্রীর আশপাশ থেকে সেট ডিজাইনের অনুষঙ্গগুলো তুলে নিলে, পুরো ফ্রেমটি কেমন দেখায় সেটিই দেখানো হয়েছে এ ভিডিওটিতে।

Cinematography

প্রিয়াংকা চোপড়া

বলিউড ছেড়ে ক্রমাগত যে হলিউডের দিকে ঝুঁকছেন প্রিয়াংকা চোপড়া তার প্রমাণ ফের মিললো অস্কার নমিনেশনের দ্বিতীয় ভিডিওটির মারফত। কদিন আগেই Baywatch সিনেমায় তাকে দেখা গেছে ডোয়াইন ‘দ্য রক’ জনসনের সাথে। আর কোয়ান্টিকোর সাফল্যও নিশ্চিত ভূমিকা রাখছে হলিউডে শক্ত পায়ে দাঁড়ানো এই বিশ্ব সুন্দরীকে।

Costume Design

সালমা হায়েক

এই ভিডিওটিতে ছিলেন মেক্সিকান অভিনেত্রী সালমা হায়েক। তিন ধরনের পোষাকে তাকে দেখিয়ে সিনেমায় কস্টিউম ডিজাইনের গুরুত্ব বোঝানো হয়েছে এই ভিডিওতে। ২০০৩ সালে সালমা হায়েক Frida সিনেমায় নিজের অসাধারণ অভিনয়ের জন্য পেয়েছিলেন সেরা অভিনেত্রীর অস্কার নমিনেশনও।

Sound

জোয়ি সালডানা

Guardian of the Galaxy ও Avatar খ্যাত জোয়ি সালডানা ছিলেন এই ভিডিওটিতে। মুহূর্তেই দেখিয়েছেন মুখর ও নৈ:শব্দের দুস্তর পারাবার।

Animation

রেবেল উইলসন

Pitch Perfect সিনেমায় অভিনয় করে সবার নজরে এসেছিলেন রেবেল উইলসন। অস্কারের নমিনেশন ঘোষণায় তাকেও দেখা গেলো একটি ছোট ভিডিওতে। ক সেকেন্ডেই দেখিয়েছেন চলচ্চিত্রে অ্যানিমেশনের মাহাত্ম্য।

Original Score

মিচেল রড্রিগেজ

মিচেল রড্রিগেজকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। ফাস্ট এন্ড দ্য ফিউরিয়াস ফ্র্যাঞ্চাইজ আর অ্যাভাটারের মাধ্যমে রাফ-টাফ মিশেলকে চিনে নিয়েছে পুরো দুনিয়া। অরিজিনাল স্কোর ক্যাটাগরির ভিডিওতে ছিলেন এই অভিনেত্রী।

Visual Effects

মিচেল ইয়ো

Crouching Tiger Hidden Dragon সিনেমার তারকা মিচেল ইয়ো কাঁপিয়েছেন পরবর্তীতে বন্ড গার্ল হয়েও। ভিজ্যুয়াল ইফেক্টের ভিডিওতে ছিলেন মালয়েশিয়ান এই তারকা।

Film Editing

মলি শ্যানন

দু’বার প্রাইম টাইম অ্যামি অ্যাওয়ার্ডের জন্য মনোনীত অভিনেত্রী মলি শ্যানন ছিলেন এই ভিডিওটিতে। সম্পাদনার জাদু দর্শকদের বুঝিয়ে ছেড়েছেন তিনি।

Makeup and Hair styling

রোজারিও ডসন

Eagle Eye খ্যাত রোজারিও ডসন ছিলেন এই ভিডিওটিতে। কস্টিউম কিভাবে বদলে দেয় অভিনেতাদের তারই নমুনা দেখিয়েছেন তিনি।

নয় নয় করেও ৯ জন অভিনেত্রীকে দিয়ে তুলনামূলক অখ্যাত বিভিন্ন ক্যাটাগরির পরিচয় করিয়ে অ্যাকাডেমিও এবারে জানিয়ে দিয়েছে যে, ৯০তম আসর হতে চলেছে অন্যরকম। নানা বিতর্কে জেরবার মার্কিন মিডিয়া কিভাবে বিতর্ককে পেছনে ফেলে এগিয়ে যাবে তার হদিস মিলতে পারে এবারের আসরের আরও অনেক কিছুতেই। তুলনামূলকভাবে উদার বলে পরিচিত হলিউড ট্রাম্পের নির্বাচনের বছরে সেরা ছবির পুরস্কার দিয়েছিল মুনলাইটকে। মঞ্চের বিতর্ক আর মিডিয়ার সব কেচ্ছা অস্কারে কতটুকু মোছে- সেটাই দেখার বিষয়।