স্পিলবার্গ: একজন ড্রিম মেকার

ইংরেজী মুভি দেখেন কিন্তু স্টিভেন স্পিলবার্গের নাম শুনেননি, এমন লোক বর্তমান জমানায় খুঁজে পাওয়া যাবে বলে মনে হয় না। অন্তত প্রাগৈতিহাসিক প্রাণি ডাইনোসরের কথা উঠলেই হয়তো অনেকেই বলে উঠতে পারেন, ও স্টিভেন স্পিলবার্গ! কেনইবা হবে না, তাঁর পরিচালিত জুরাসিক পার্ক সিনেমাগুলোর কল্যাণে ডাইনোসর নামের আদ্দিকালের প্রাণিগুলো সারা বিশ্বে অমন পরিচিতি পেয়েছে।

স্টিভেন এলান স্পিলবার্গের জন্ম ১৯৪৬ সালে। প্রযোজক ও চিত্রনাট্যকার হলেও প্রভাব ও যশে স্পিলবার্গ গত চার দশক ধরে হলিউডি সিনেমা শিল্পের অন্যতম সেরা পরিচালক। সায়েন্স ফিকশন এবং অ্যাডভেঞ্চার সিনেমাগুলোর জন্যই তিনি সবচেয়ে বেশি জনপ্রিয়। তাঁর বেশ কিছু সিনেমা ইতিমধ্যে জায়গা করে নিয়েছে আইএমডিবি’র সর্বকালের সেরা তালিকায়। শুধু সিনেমা নির্মাণে যশলাভ করেননি, নগদ নারায়ণেও তিনি যশস্বী। নগদ নারায়ণের যশ স্পিলবার্গকে দিয়েছে হলিউডের অন্যতম সেরা অর্থ উপার্জনকারী পরিচালক ও প্রযোজকের তকমা।

স্পিলবার্গের অনন্য কিছু সৃষ্টি

স্পিলবার্গ সেরা পরিচালক হিসেবে দুই দুইবার অস্কার জিতেছেন- Schindler’s List এবং Saving Private Ryan সিনেমার জন্য। শুধু তাই নয়, অস্কার নমিনেশনও পেয়েছেন পাঁচবার। তাঁর Jurassic park, E.T. the Extra-Terrestrial সিনেমা ব্লকবাস্টার হিট হয়। এছাড়াও, তাঁর অন্যান্য বিখ্যাত সিনেমাগুলো হলো Close Encounters of the Third Kind (1977), Raiders of the Lost Ark (1981), The Color Purple (1985), Empire of the Sun (1987), Amistad (1997), Munich (2005), War Horse (2011), Lincoln (2012), Bridge of Spies (2015), The Post (2017) A.I. Artificial Intelligence (2001), War of the Worlds ইত্যাদি। অস্কারের পাশাপাশি তিনি AACTA international award, American Movie Ward, BAFTA Award, European Film Award, Golden Globe Award ইত্যাদি অসংখ্য পুরস্কার লাভ করেছেন। তিনি Order of Merit of the Federal Republic of Germany, Knight Commander of the Order of the British Empire, Presidential Medal of Freedom ইত্যাদি অনেক আজীবন সম্মাননা লাভ করেন বিভীন্ন দেশ থেকে পেয়েছেন।

একাডেমি এওয়ার্ড হাতে স্পিলবার্গ

পরিচালক হওয়ার পাশাপাশি তিনি বিখ্যাত প্রযোজনা প্রতিষ্ঠান ড্রীম ওয়ার্কসের সহপ্রতিষ্ঠাতাও। এই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে তৈরি হয়েছে অসংখ্য জনপ্রিয় সিনেমা। স্পিলবার্গ নিজেও TNT series-এর Falling Skies, the Fox TV series-এর Terra Nova-এর মত টিভি সিরিজ প্রযোজনা  করেছেন। প্রযোজনার তালিকায় আরো আছে The River, Smash, Under the Dome, Extant, The Whispers, A TV adaptation of Minority Report, Bull ইত্যাদি সিরিজগুলোও। এছাড়া, তিনি ক্যামেরার সামনেও উপস্থিত হয়েছেন বেশ কয়েকবার। The Blues Brothers, Gremlins, Vanilla Sky, এবং Austin Powers in Gold member-এ তাকে অভীনয় করতে দেখা যায়। Paul সিনেমাতে, Tiny Toon Adventures সিরেজের Buster and Babs Go Hawaiian পর্বে তিনি কন্ঠও দিয়েছেন।


vanilla sky মুভিতে স্পিলবার্গ

১৮ ডিসেম্বর এই অনন্য প্রতিভাধর মানুষটির জন্মদিন। যিনি না জন্মালে হয়তো আমরা চলচ্চিত্রের পর্দায় দেখতে পেতাম না প্রাগৈতিহাসিক ডায়নোসরদের কিংবা হারিয়ে যেতে পারতাম না রোমাঞ্চকর কল্প জগতে।

জন্মদিনে তাঁর প্রতি জন্য রইলো অবারিত শুভ কামনা।