এবারের বিপিএল হালচাল

বিপিএল তো শেষ হলো। কিন্তু কি ছিলো এবারের বিপিএল এর মূল আকর্ষণ? কিংবা কোন ঘটনা বা দূর্ঘটনাগুলো মাঠ মাতিয়েছে এবার? সেখবর গুলোই শেষবারের মতো দেখে নেয়া যাক।

মাশরাফি-শুভাশিস দ্বন্দ্ব

চিটাগাং ভাইকিংস এর সাথে রংপুর রাইডার্সের ম্যাচ। ১৭তম ওভার চলছে। বল করছিলেন পেসার শুভাশিস। ওভারের চতুর্থ বলটি ইয়র্কার দিতেই মাশরাফির ব্যাটে লেগে তা আবার শুভাশিসের হাতে চলে যায়। হাতে বল পেয়েই মাশরাফি বিন মুর্তজার দিকে বল ছোড়ার একটা ভঙ্গি করেন শুভাশিস রায়। মাশরাফিও কিছু একটা বলে বোলিং প্রান্তে ফিরে যাওয়ার ইশারা করেন চিটাগং ভাইকিংস পেসারকে। শুভাশিস তাতে আরও তেতে যান। পিচের মধ্যেই কথার লড়াই শুরু হয়ে যায় মাশরাফি-শুভাশিসের।

মাশরাফি-শুভাশিস দ্বন্দ্ব

পরে দু’দলের সতীর্থরা ও আম্পায়াররা মিলে তাদের শান্ত করেন। মাঠে ঘটনা আর খুব বেশি আগায়নি এরপর। দু’জনই খেলায় ফিরে গিয়েছিলেন আবার শান্ত মনে। কিন্তু মাঠের বাইরের দর্শকরা এঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়া গুলোতে ঝড় তোলে। খেলা শেষের সংবা সম্মেলনে মাশরাফি ঘটনাটা আরো হালকা করেন। পরবর্তীতে ফেসবুক লাইভে একত্রে দেখা যায় মাশরাফি-শুভাশিসকে।

গেইলের বিশ্বরেকর্ড

টুর্নামেন্টের শুরুর দিকে কিছুটা নিষ্প্রভ ছিলেন ব্যাটিংয়ের অতিমানব গেইল। তবে টুর্নামেন্ট শেষে স্ট্যাটিস্টিক্স ঘাটালে সেটা কোনভাবেই বুঝা যাবে না। সর্বোচ্চ রান, সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস, সবচেয়ে বেশি ছক্কা তার দখলে। তবে গতকাল ফাইনালে ঢাকা ডায়নামাইটসের বিরুদ্ধে ব্যাট করতে নেমে তিনি গড়লেন এক নতুন বিশ্বরেকর্ড। ১৮টি ছক্কা মারলেন এক ইনিংসে। এর আগে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ডটিও অবশ্য ক্রিস গেইলের দখলেই ছিলো। ২০১৩-তে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে ১৭টি ছক্কা মেরেছিলেন পুনে ওয়ারিয়র্সের বিরুদ্ধে এক ম্যাচে।

এক ওভারে দেখা গেলো ৭ বল!

রংপুর রাইডার্সের সাথে চলছে সিলেট সিক্সার্সের ম্যাচ। ১৬তম ওভারের খেলা চলছে। রংপুর রাইডার্সের বিপক্ষে বল করছিলেন সিলেট সিক্সার্সের পেসার কামরুল ইসলাম রাব্বি। বোলিং প্রান্তে আম্পায়ার ছিলেন মাহফুজুর রহমান লিটু, স্কয়ার লেগ আম্পায়ার রানমোরে মার্টিনেজ। ওভারের ৬ষ্ঠ বল শেষ করে আম্পায়ারকে বল ফেরত দিতে গেলে তাকে জানানো হয় যে, আরো একটি বল বাকি আছে ওভার শেষ হতে। আরোও একটি বল করেন রাব্বি। এভাবেই ৭ বলের ওভারটি শেষ হয়।

নিয়ম আবার কি!

রংপুর ও কুমিল্লার মধ্যকার ২য় কোয়ালিফাইয়ার ম্যাচ। প্রথমে ব্যাট করতে নেমে ৭ ওভারে ১ উইকেটে ৫৫ রান করে রংপুর রাইডার্স। এরপরই নামে বৃষ্টি। রাত ৯টার দিকে বৃষ্টি থামলে মাঠ খেলার উপযোগী করে তুলতে সাড়ে ৯টা পার হয়ে যায়। তখন ম্যাচের সময় দুই ঘণ্টা বাড়ানোর প্রস্তাব করেছিল বিপিএল গভর্নিং কাউন্সিল, কিন্তু কুমিল্লা ভিক্টোরিয়ান্স তাতে রাজি হয়নি। সুপার ওভারে খেলা নিষ্পত্তির বিষয়েও আলোচনা হয়। তাতেও ছিলো দ্বিমত। তাই ২০ ওভারের ম্যাচ গড়ায় দ্বিতীয় দিনে! অথচ টুর্নামেন্ট শুরুর আগের বাইলজে কোয়ালিফাইয়ার পর্বের কোন ম্যাচ রিজার্ভ ডে-তে নেয়ার সুযোগ ছিলো না। নিয়ম নীতির তোয়াক্কা না করেই টুর্নামেন্টের মাঝপথে এধরনের সিদ্ধান্ত নেয়াকে ভালো চোখে দেখেননি অনেক ক্রিকেটবোদ্ধাই।