মাত্র ২২ বসন্ত পেরিয়েই বিয়ের পিঁড়িতে বসেছেন তাসকিন। ছোট আয়োজনে ঘরোয়া বিয়ে। বিয়েতে নাকি উকিল বাবা ছিলেন আরেক তারকা টাইগার, আমাদের ওয়ানডে অধিনায়ক মাশরাফি। দলের পরাজয়ের খবরে বিমর্ষ সমর্থকেরা কোথায় খুশি হবেন একটা শুভ কাজের খবরে, উলটো চারদিকে যেন হৃদয় পোড়ার গন্ধ। দেশের এই তারকা ক্রিকেটারের বিয়ের খবরে মন খারাপ করা নারী হৃদয়ের যে ছড়াছড়ি চারদিকে। বয়সের কোন সীমা নেই সেই নারীদের তালিকায়। হতাশার মাত্রা দেখে বোঝা গেল, লাখো নারীর হৃদয়ে তাসকিন বড় গহীনে ঠাঁই পেয়েছিলেন।
এসব হৃদয় কাবাব হওয়ার খবরের সোর্স অবশ্য সোশ্যাল মিডিয়া। প্রায় কাছাকাছি সবার প্রতিক্রিয়া, কেন বিয়ে করল তাসকিন? তবে এমনটি হবার কারণ কি? জানতে চান?
১-আপনি কি হাল আমলের কিশোরী? সদ্য মেয়েবেলা কাটাচ্ছেন? টাইগার মানেই আপনার কাছে ‘কিউট’ তাসকিন? তবে এ বিয়ে আপনার হৃদয় খান খান করে দিতেই পারে। কারণ বাকি টাইগারেরা তো কবেই দিল্লীর লাড্ডু খেয়ে ফেলেছেন!
২- সাব্বির রহমানের সবুজ চোখের প্রেমে পড়েছেন অনেকেই, কিন্তু তাসকিনের সাথে সাব্বিরের তুলনা? চলে না, চলে না।
৩- আপনি কি ঢাকার মেয়ে? বাড়ি মোহাম্মদপুর? পাশের বাড়ির ছেলেটি হাতছাড়া হয়ে গেল? আহারে!
৪- উঠতি গতি তারকাদের মাঝে তাসকিনই কি ছিল আপনার শেষ ভরসা? তবে এ হৃদয় ভাঙ্গা ঢেউ কি জরুরি ছিল খুব?
৫- দেশের ক্রিকেটে শুধু খেলার গুণে নয়, এমন পাশের বাড়ির ছেলের লুক নিয়ে হাজির হয়েছিলেন। কেবল তাসকিনই। তাই ক্রিকেটপ্রেমী নারীরা একই সাথে রথ দেখা ও কলা বেচার যে চর্চায় নেমেছিলেন সেখানে কি যতি পড়েই গেল? গাঁট বেঁধেছে মনের মানুষ? এখন কি হবে!!
সে যাই হোক! এ দফায় তরুণী সমাজ হয়তো ভুলেছেন যে, তারা নির্বাচক কমিটির কেউ না। ফলে দল নির্বাচনের মতো বউ নির্বাচনে তাসকিন তাদের মুখের দিকে তাকিয়ে থাকবেন না। সো এ দফায় শিকে ছিঁড়েছে সৈয়দা রাবেয়া নাঈমার। আপনি বরং হাই পারফরমেন্স স্কোয়াডের খোঁজ-খবর রাখা শুরু করুন।