মুহূর্তেই কেটে গেল ক’টা দিন। আনুষ্ঠানিকতার পালা ফুরোলো এবার। এখন শুধু পথ চলবার পালা। নাগরিক জীবনের গল্পে এবার ভিন্ন কিছুর শুরু করলো বেঙ্গল বই।
বেঙ্গল বই উদ্বোধন উপলক্ষে আয়োজিত পাঁচ দিনের অনুষ্ঠানের শেষ দিন ১৮ নভেম্বরের শুরুটা ছিল অন্যরকম। এদিন সকালে ব্যাপ্টিস্ট চার্চ স্কুলের দৃষ্টি-প্রতিবন্ধী শিশুরা পরিবেশন করে গান। তাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। দৃষ্টি-প্রতিবন্ধী শিশুদের জন্য শুভকামনা জানিয়ে তিনিও গান পরিবেশন করেন।
শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার গানের পর ছিল সুরের ধারার শিক্ষার্থীদের সমবেত গান।
ছবি আঁকার আসরের পর বেঙ্গল বই তাদের গতকালকের আয়োজনে রেখেছিল শিশুদের গল্প শোনানোর আসর। শিশুদের জন্য গল্প শোনান রূপা চক্রবর্তী। মন্ত্রমুগ্ধের মত সেই গল্প শোনায় মগ্ন হয়ে ওঠে তারা।
প্রতিদিনের মত গতকাল সন্ধ্যাতেও হয়েছে বইয়ের মোড়ক উন্মোচন। খালেদ হোসেইন ও সাজ্জাদ আরেফিন সম্পাদিত ‘সমর সেন : জন্মশতবার্ষিক শ্রদ্ধাঞ্জলি’ বইটির মোড়ক উন্মোচন করেন গবেষক ও প্রাবন্ধিক বেগম আকতার কামাল। বক্তব্য রাখেন বেঙ্গল পাবলিকেশনসের নির্বাহী পরিচালক আবুল হাসনাত।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানের সমকালীন কবিদের কবিতা পাঠের আসর কবিতা কথন-এ কবিতা পাঠ করেন মুহাম্মদ সামাদ, রবিউল হুসাইন, শিহাব সরকার, হায়াৎ সাইফ, মুহাম্মদ নুরুল হুদা, রুবি রহমান, তারিক সুজাত, শাহজাদী আঞ্জুমান আরা, পিয়াস মজিদ, মারুফুল ইসলাম, হাবিবুল্লাহ সিরাজী ও সাকিরা পারভিন।
সংস্কৃতি চর্চার নানামুখী কর্মপ্রবাহের মধ্য দিয়ে বেঙ্গল ফাউন্ডেশন জনরুচি, জীবন ও মননে মাত্রা সঞ্চারে প্রয়াসী। এই কর্মপ্রবাহের ধারাবাহিকতায় রুচিশীল পাঠক তৈরির লক্ষ্যে শিল্প-সাহিত্য-সংস্কৃতির মিলন-আবহে প্রতিষ্ঠিত হয়েছে বই বিপণি বেঙ্গল বই। বেঙ্গল বইয়ের যাত্রা শুরু উপলক্ষে মঙ্গলবার, ১৪ নভেম্বর বিকেল থেকে শনিবার ১৮ নভেম্বর পর্যন্ত বেঙ্গল বই প্রাঙ্গনে ছিল গান, আড্ডা, গল্প, বই প্রকাশনা ও চলচ্চিত্র প্রদর্শনের আয়োজন।