দেখা মিলেছে সবার, আসছেন তো ‘পদ্মাবতী’?

সঞ্জয় লীলা বানসালীর নতুন সিনেমা ‘পদ্মাবতী’ নিয়ে শুধু বক্সঅফিস বিশেষজ্ঞরাই নন রাজনীতির মাঠও গরম। রাজপুতানার করনি সেনারা একাধিকবার সিনেমার সেটে হামলা করে সিনেমাটিকে আলোচনার টেবিলে রেখেছে শ্যুটিংয়ের শুরু থেকেই। পরিস্থিতি বিচার করলে আগামী ১ ডিসেম্বর ‘পদ্মাবতী’ মুক্তি পাওয়াই বিশেষ কিছু।

গত নবরাত্রিতে নায়িকা দীপিকা পাড়ুকোন প্রথম রাণী পদ্মাবতীর ফার্স্ট লুক প্রকাশ করেন। এরপরে রানা রাওয়াল রতন সিং হয়ে আজ দেখা দিয়েছেন সুলতান আলাউদ্দিন খিলজি। সিনেমার প্রধান তিন চরিত্রে অভিনয় করা তিন তারকাই নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে একযোগে প্রকাশ করেছেন পোস্টারে তাদের প্রথম দর্শন।

রানী পদ্মাবতী

গত ২১ ও ২৫ সেপ্টেম্বর সিনেমার দুটি চরিত্রের ফার্স্ট লুক ও পোস্টার প্রকাশের পরও রাজস্থানে পোস্টার পোড়ানোর মত ঘটনা ঘটেছে। শ্যুটিংয়ের সময় বাধ্য হয়ে স্পট বদলেছেন বানসালী। এছাড়াও আরও বেশ কিছু ঘটনা-দুর্ঘটনা নিয়ে নানান ফ্যাসাদে উত্তেজনা যেন কমছেই না সিনেমাটিকে ঘিরে। শ্যুটিং সেটের নিরাপত্তা ব্যূহের মধ্যে থেকেও রানী-রূপে দীপিকার বেশ কিছু ছবিও ফাঁস হয়েছে।

সুলতান আলাউদ্দিন খিলজি

এসব নেতিবাচক আলোচনা ছাড়াও জমজমাট থাকবার কথা সিনেমাটির। প্রথমত বানসালী এমন নিয়মিত দুই বছর বিরতির শেষে এর আগে আসেননি নতুন সিনেমা নিয়ে। ত্রিভুজ প্রেম বিষয়টা থেকে না বের হলেও টানা দীপিকা-রনবীরের সাথে এটি বানসালীর তৃতীয় কাজ। যদিও এবারে বানসালীর সিনেমার নায়ক নন, খলনায়ক রনবীর সিং। সিনেমার পোস্টারে তো তার লুক বীভৎস।

রানা রাওয়াল রতন সিং

প্রথমবারের মত শহীদ কাপুরও থাকছেন বানসালীর কোন সিনেমায়। লুকের চমক দেখিয়েছেন তিনিও। যদিও রাজপুতানার করনি সেনারা জানিয়েছে, অন্তত রাজস্থানে এ সিনেমা তারা চলতে দেবেনা। এত ক্ষোভের মূল কারণ সিনেমায় নাকি ইতিহাস বিকৃতি হয়েছে। অবশ্য পদ্মাবতীর মতো অনৈতিহাসিক ফ্যান্টাসির চরিত্র থেকে ঠিক কি ধরনের ইতিহাস বিকৃতি হতে পারে তা নিয়ে জোর তর্ক চলছে বাজারে আর সেসবের সমাপ্তি ঘটবে ডিসেম্বরের ১ তারিখে।