অহল্যা থেকে অনুকূলঃ সত্যজিতে আচ্ছন্ন সুজয়

বঙ্গদেশে চলছে আন্দোলন, হিউম্যান সারভেন্ট অ্যাসোসিয়েশনের। কারণ, ঘরে ঘরে নাকি রোবটের রাজত্ব কায়েম হয়েছে ফলে মানুষেরা হারাচ্ছে স্থান। তাই “রোবট চাই না- চাকর চাই, রোবট মুক্ত বাংলা চাই” শ্লোগানে উত্তাল বাংলা। এমন এক আবহাওয়ায় ‘অনুকূল’ নামের গল্পে একান্ত অনুগত এক রোবটের কথা লিখেছিলেন সত্যজিৎ রায়। যাতে ফুটে উঠেছিল রোবট অনুকূল আর মালিক নিকুঞ্জের সম্পর্কের বয়ান।

সুজয় ঘোষ অবশ্য ইউটিউবের পুরোনো পাপী, তার স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র অহল্যা র জন্য। অহল্যার দুই বছর পর গত ৪ অক্টোবর তিনি ইউটিউবেই মুক্তি দিয়েছেন নিজের নতুন স্বল্পদৈর্ঘ্য অনুকূল। ২০১৭ সালের মার্চে ভারতের মিডিয়ায় প্রথম আসে তার এই ছবি নির্মাণের ঘোষণা। তারকা বাছাই থেকে শুরু করে সব কিছু মিলিয়েই বেশ সাড়াও জাগে। যদিও কয়েক ঘাট ঘুরে শেষ পর্যন্ত সিনেমার নামচরিত্রটিতে অভিনয় করেছেন সুজয়ের সাড়া জাগানো সিনেমা কাহানি তে  অভিনয় করা পরমব্রত চট্টোপাধ্যায়।

পরিচালক সুজয়অহল্যা  নির্মাণ করেছিলেন সত্যজিৎ রায়ের গল্প থেকে অনুপ্রাণিত হয়ে।  এবারে সরাসরি সন্দীপ রায়ের অনুমতি নিয়েই বানিয়ে ফেললেন আস্ত সিনেমা! এ বিষয়ে তার ব্যক্তিগত অভিমত হল, যে গল্প সত্যজিৎ রায় লিখেছিলেন সত্তরের দশকে। কিন্তু এখন বরং আরও প্রাসঙ্গিক। যদিও কাহানি  বা অহল্যা নয়, সবার আগে নির্মাণ করতে চেয়েছিলেন অনুকূল ই। সরাসরি ইউটিউবে মুক্তি পাওয়া এ সিনেমা নিয়ে যথারীতি সারা পড়েছে তুমুল

সময়, মানবিকতা, যান্ত্রিকতা আর একটি অনুগত রোবট। গল্পে গল্পে সত্যজিৎ রায় অথবা সিনেমার সুজয় দু’জনই যেন বলেছেন দুয়ারে আগত সময়ের গল্প। এক ক্লিক দূরত্বের ইউটিউবেই রয়েছে অনুকূল। হিন্দি ভাষায় নির্মিত ২১ মিনিটের স্বল্পদৈর্ঘ্যটি দেখতে তবে আর দেরি কেন?