গান শুনতে শুনতে হুট করেই চোখ আটকে গেল একটা লেখায়। আবারও মঞ্চে গাইবেন আপনার প্রিয় শিল্পী। প্রথমে দেখার ভ্রম মনে হলেও দু’হাতে চোখ কচলিয়ে গোল গোল চোখেই আবারো দেখলেন খবরটা সত্য। কিন্তু প্রিয় শিল্পী তো গত হয়েছেন বহুদিন! তারপরেও এমন একটি ঘটনা ঘটতে যাচ্ছে আগামী বছর। মৃত্যুর তিন দশক পর ভক্তরা আবারও দেখতে পাবেন রয় অরবিসন কেলটনকে, বৃটেনে অনুষ্ঠিতব্য মিউজিক্যাল ট্যুরে।
ভাবছেন, এটা কিভাবে সম্ভব! ভাবছেন, তাহলে মনে হয় প্ল্যানচেট করে রব অরবিসনের আত্নাকে নামিয়ে কোনো কেরামতি দেখানো হবে। প্লানচেট, আত্না কিংবা তুকতাকের মতো কোনো কেরামতি নয়; আধুনিক প্রযুক্তির মাধ্যমে হলোগ্রাফিক অবয়ব তৈরি করা হবে শিল্পীর ।
‘Roy Orbison in Dreams: The Hologram UK Tour’ শীর্ষক এই কনসার্ট ট্যুরে পুরানো ভিডিও ফুটেজ ব্যবহারের পরিবর্তে হলোগ্রাফিক অবয়বে গান পরিবেশন করবেন রয় অরবিসন। ট্যুরটি আগামী বছরের ৮ই এপ্রিল কার্ডিফের মোটর পয়েন্ট এলাকায় শুরু হয়ে বোর্নমাউথে গিয়ে শেষ হবে। প্রিয় শিল্পীর গানে ভক্তদের মাতাতে পথিমধ্যে কনসার্ট আয়োজন করা হবে বার্মিংহাম, এডিনবার্গ, গ্লাসগো, লিডস, নটিংহাম, লিভারপুল ও রাজধানী লন্ডনেও। বর্ণাঢ্য এ আয়োজনকে ঘিরে আরও একরাশ মুগ্ধতা ছড়াতে সনি মিউজিক ও রয়েল ফিলহারমনিক কনসার্ট অর্কেস্ট্রা যৌথভাবে আগামী ৩ নভেম্বর প্রকাশ করছে একটি অ্যালবাম; ‘A Love So Beautiful: Roy Orbison.’
অরবিসনের হলোগ্রাফিক অবয়ব তৈরিতে সাহায্য করবে ‘রয়েল ফিলহারমনিক অর্কেস্ট্রা।’ যদিও ২০১২ সালের কোচেলা উৎসবে র্যাপার টুপাক শাকুরের পরিবেশনার জন্য এ ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল। এ প্রযুক্তির আরও বিশদ ব্যবহার দেখা যায় ২০১৪ সালে বিলবোর্ড অ্যাওয়ার্ড অনুষ্ঠানে মাইকেল জ্যাকসনকে উপস্থাপনে। অবশ্য অত্যাধুনিক এ প্রযুক্তি ব্যবহার করে সম্পূর্ণ একটি মিউজিক্যাল ট্যুরের আয়োজন এবারই প্রথম।
রয় অরবিসন মিউজিকের প্রেসিডেন্ট অ্যালেক্স অরবিসন বলেন, “রক অ্যান্ড রোল-এর সাথে অর্কেস্ট্রার সংযোজনকারীদের মধ্যে আমার বাবা ছিলেন অগ্রগণ্য একজন ব্যক্তিত্ব। তাই বড় অর্কেস্ট্রার সাথে বাবাকে দেখার সুযোগ পাওয়া আমার অনেক বড় স্বপ্ন।”
রয় অরবিসন কেল্টন (২৩ আপ্রিল,১৯৩৬- ৬ ডিসেম্বর, ১৯৮৮) ছিলেন একজন আমেরিকান গায়ক ও গীতিকার, যিনি স্বতন্ত্র, মোহনীয় সুর, গানের জটিল কাঠামোর জন্য বিখ্যাত। অনলি দ্যা লোনলি (Only the Lonely), ইন ড্রিমস (In Dreams), ক্রাইং (Crying), ওহ প্রিটি ওমেন (Oh, pretty Woman) সহ অরবিসনের ৩১টি গান ব্রিটেনের শীর্ষ ৪০ জনপ্রিয় গানের তালিকায় স্থান পায়; এরমধ্যে আবার ৩টি গান দখল করেছিল ১ম স্থানটি। অরবিসন পরবর্তী সময়ে বব ডিলান, জর্জ হ্যারিসন, টম পেটি, জেফ লিনদের সাথে ট্রাভেলিং ওয়ালবুরসি সুপারগ্রুপের সদস্য ছিলেন। তাকে ‘দি কারুসো অব রক’ এবং ‘দি বিগ ও’ নামে ডাকা হতো। তিনি ১৯৮৮ সালে ৫২ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। কিন্তু শ্রোতাদের মন থেকে তার গানগুলো কখনও হারিয়ে যায়নি।