‘ডুব’, এবারে আলোচনায় মোটরসাইকেলের শোডাউন

আদিম কাল থেকে আমাদের দেশের রাজনীতিতে চলে আসছে ভাই-বেরাদর ফরম্যাট। ইলেকশনের প্রচারণার সময় এলাকার সবচেয়ে কমন দৃশ্য- ভাই যাবেন গাড়িতে আর সাথে ভাইয়ের ভাই-বেরাদরেরা যাবে মোটরসাইকেলে, হর্নের সহিত। এভাবেই চলে এদেশের ভাই ও ভাইয়ের ভাই-বেরাদারদের নির্বাচনী প্রচারণা থুক্কু শোডাউন! সেই নব্বইয়ের দশক থেকে চলে আসা হোন্ডা প্রচারণা এবারে দেখেছে গতকাল রাজধানীর বিভিন্ন সড়ক ও সড়কের ব্যস্ত পথচারীরা। শতাধিক তরুণ মোটরবাইকে চড়ে ঘুরে বেড়িয়েছে রাজধানীর বিভিন্ন সিনেমা হল আর প্রধান প্রধান সড়কগুলোতে। আর সেটাও আলোচিত সিনেমা ‘ডুব’এর প্রচারণার জন্য। গতকাল ২৭ অক্টোবর রাজধানীসহ সারা দেশের প্রায় ৪০টি সিনেমা হলে মুক্তি পেয়েছে আলোচনার তুঙ্গে থাকা জাজ মাল্টিমিডিয়ার সিনেমা ‘ডুব’। রাজধানীর মধুমিতা, বলাকা ও তিনটি সিনেপ্লেক্সসহ মোট ৯টি সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘ডুব’। চলচ্চিত্রটি একই দিনে ভারতের ৩৪টি সিনেমা হল ও অস্ট্রেলিয়ার ১০টি সিনেমা হলেও মুক্তি পেয়েছে।

ভাই-ভাবির সাথে ভাই-বেরাদররা

মুক্তির দিন দুপুরের প্রদর্শনীতে বলাকা সিনেমা হলে উপস্থিত হয়েছিলেন সিনেমাটির নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও চলচ্চিত্রটির অন্যতম অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। তখন কালো টি-শার্ট পরা একদল তরুণকে তাদের চারপাশ ঘিরে থাকতে দেখা যায়। বিকালে তারা গিয়েছিলেন রাজধানীর মধুমিতা সিনেমা হলে। সেখানেও ছিল তরুণ বাহিনী। আর এরাই সারা দিন মোটরবাইক নিয়ে রাজধানীর বিভিন্ন সড়কে প্রচার-প্রচারণায় ব্যস্ত ছিলেন। পরনে ছিল কালো রঙ্গের টিশার্ট। যার সামনে লেখা ছিল ‘বুকের ভেতর বয়ে চলে জীবন নামের নদী, আহারে জীবন আহা জীবন’ আর পেছনে লেখা ছিল চলচ্চিত্রটির নাম ‘ডুব’। এরকম প্রচারণা ফারুকীর ‘টেলিভিশন’ সিনেমার আগে কখনও দেখা যায়নি এই রঙ্গে ভরা বঙ্গ দেশে।

ভাইয়ের সিনেমা বলে কথা! সেলফিতো মাস্ট

প্রায় গোটা ৫০ বাইকের অধিকাংশে দু’জন (অধিকাংশই হেলমেট ছাড়া) এবং কোন কোনটিতে ট্রাফিক নিয়ম ভঙ্গ করে তিনজন, এভাবেই শতাধিক তরুণের বহুল আলোচিত ছবি ‘ডুব’-এর প্রচার-প্রচারণা ছুটির দিনে রাজধানীবাসীর নজর কেড়েছে। রাজধানীর বনানী, উত্তরা, পান্থপথের বসুন্ধরা শপিং মল এলাকায় ভাইয়ের সাথে গরম গরম শোডাউন করেন তারা। কৌতুহলী সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ‘ডুব’ ছবির নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘ভাই বেরাদরেরা ভালোবেসে এই পাগলামি করছে! কি যে বলি এইগুলারে?’।