নেটফ্লিক্সের জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে বিনোদনের উৎস হিসেবে সিনেমাহলগুলোর একচ্ছত্র আধিপত্যও যেন হু হু করেই কমছে। পাশাপাশি চীনা কিংবা কোরিয়ান চলচ্চিত্রের উত্থানও প্রতিযোগিতায় ফেলছে অনেক বছর ধরে একা রাজত্ব করা হলিউডকে। তারপরেও থেমে নেই চলচ্চিত্র নির্মাণ, বড় বড় প্রযোজনা প্রতিষ্ঠানগুলো সারা বছরই ব্যস্ত রাখছে ‘ফিল্ম বাফদের’। চলচ্চিত্রের লাভ ক্ষতির হিসেব চুকাতে গেলে ২০১৭ যেন একেবারেই অম্লমধুর বার্তা দিচ্ছে সর্বত্র। বিউটি অ্যান্ড দ্যা বীস্ট, দ্যা ফেইট অফ দ্যা ফিউরিয়াস, ইটের মত চলচ্চিত্রের বক্স অফিসে ঝড় তোলার পাশাপাশি ছিলো পাইরেটস অফ দ্যা ক্যারিবিয়ান, ট্রান্সফরমার্স, জুল্যান্ডারের নতুন কিস্তিগুলোর বক্স অফিসে দুর্বল অর্জনের গল্প।
বছরটা যেমনই যাক, গ্রীষ্মকালীন ছুটির মতই বছরের শেষটাও প্রতিবছরই খুবই ব্যস্ত যায় হলিউডে। দর্শকদের চোখ ধাঁধাতে সিনেমাহলগুলোতে আসতে থাকে নিত্য নতুন বড় বাজেটের মুভি। বিলিয়ন ডলারের বক্স অফিসের দৌড়েও এ সময়ের সিনেমাগুলো এগিয়ে থাকে সবসময়। দেখে নেয়া যাক এ বছরের শেষে চমক সৃষ্টি করতে আসা ছয়টি চলচ্চিত্রের গল্প-
মার্ডার অন ওরিয়েন্ট এক্সপ্রেস
আগাথা ক্রিস্টির অন্যতম জনপ্রিয় উপন্যাস দ্যা মার্ডার অন ওরিয়েন্ট এক্সপ্রেস এবার উঠে আসছে রূপালী পর্দায়। কেনেথ ব্র্যানা’র পরিচালনায় নির্মিত এ সিনেমায় কিংবদন্তীতুল্য অমর ফরাসি গোয়েন্দা এরকুল পোয়ারো চরিত্রে রূপদান করছেন পরিচালক নিজেই। অন্যান্য স্টারকাস্টের মধ্যে রয়েছে জনি ডেপ, পেনেলোপ ক্রুজ, জুডি ডেঞ্চ, উইলেম ডেফো, মিশেল পেইফারের মত তারকারা। তারকাবহুল এ মুভিটি মুক্তি পাচ্ছে ২ নভেম্বর।
থর: র্যাগনারোক
সিনেমাটি বক্স অফিস কাঁপাতে আসছে ৩ নভেম্বর। অ্যাসগার্ডের এই রাজপুত্র থরকে এবার দেখা যাবে তার প্রিয় হাতুড়িটি ছাড়াই আরও অনেক শক্তিশালী শত্রু মৃত্যুর দেবী হেলার সঙ্গে লড়াইয়ে। আরও চমক হিসেবে থাকছে থরের সঙ্গে তার প্রিয় বন্ধু হাল্কের দ্বন্দ্বযুদ্ধ। এরমধ্যেই ট্রেলারটি চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। থর চরিত্রে ক্রিস হেমসওয়ার্থের পাশাপাশি এ চলচ্চিত্রে আরও দেখা যাবে টম হিডলস্টোন, মার্ক রাফেলো, কেট ব্লানচেট, ইদ্রিস এলবা, জেফ গোল্ডব্লামের মত নিয়মিত তারকাদের।
ড্যাডিস হোম টু
২০১৫ সালে মুক্তির পর অনেকটা অপ্রত্যাশিতভাবেই বক্স অফিসে ঝড় তুলেছিল কমেডি ধাঁচের এই সিনেমা। এরই ধারাবাহিকতায় এবারো উইল ফেরেল ও মার্ক ওয়ালবার্গ আবারো রূপালী পর্দায় আসছেন দম ফাটানো হাসির ঝুড়ি নিয়ে। এবারের পর্বে এই দুই প্রতিদ্বন্দ্বী তাদের বাবাদের সঙ্গে মজার সব ঘটনায় জড়াতে দেখা যাবে। মেল গিবসন, জন লিথগো, লিন্ডা কারডেলিনির পাশাপাশি চলচ্চিত্রটিতে চমক হিসেবে থাকছেন রেসলিং তারকা জন সিনা। সন অ্যান্ডার্স এর পরিচালনায় চলচ্চিত্রটি মুক্তি পাচ্ছে ১০ নভেম্বর।
জাস্টিস লীগ
মার্ভেল যখন থরের হাতুড়ির জোরে বক্স অফিস কাঁপানোর পরিকল্পনা করছে, তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ডিসিই বা কেন থেমে থাকবে। ওয়ান্ডার ওম্যানের বক্স অফিসে ঝড় তোলার পর ১৬ নভেম্বর তারা হাজির হচ্ছে তাদের প্রধান সুপারহিরোদের একই ছাতার নিচে নিয়ে এসে। এবার অজানা শত্রুর আক্রমণের মুখে পৃথিবীকে বাঁচাতে ব্যাটম্যান সুপারহিরোদের নিয়ে গড়ে তোলে ‘জাস্টিস লীগ’। সুপারম্যানের অনুপস্থিতিতে ব্যাটম্যান, ওয়ান্ডার ওম্যান, ফ্ল্যাশ, অ্যাকুয়াম্যান, সাইবর্গের পৃথিবী রক্ষার মিশনই চিত্রায়িত হয়েছে এ চলচ্চিত্রে। জ্যাক স্নাইডার এর পরিচালনায় থাকলেও সম্পাদনার অনেকাংশেই ছিলেন অ্যাভেঞ্জারসের পরিচালক জোস হুইডন।
কোকো
অ্যানিমেশন চলচ্চিত্রের জগতের সবচেয়ে পরিচিত নাম ডিজনি-পিক্সার ২২ নভেম্বর হাজির হচ্ছে তাদের নতুন সিনেমা কোকো নিয়ে। সংগীতশিল্পী হওয়ার স্বপ্নে বিভোর বারো বছরের এক কিশোরের অনাকাঙ্ক্ষিত অ্যাডভেঞ্চারের গল্প যে আবারো বক্স অফিস কাঁপাবে তা বলার অপেক্ষাই যে রাখে না। ডিজনির বৈশ্বিক বাজারে স্থান আরও পাকাপোক্ত করার পরিকল্পনায় নতুন সংযুক্তি এ সিনেমা। মেক্সিকোর পটভূমিতে নির্মিত চলচ্চিত্রটি আবর্তিত হয়েছে সেদেশেরই একটি প্রধান উৎসব ‘ডে অফ দ্যা ডেড’ কে ঘিরে।
দ্যা কারেন্ট ওয়ার
বিদ্যুৎ আবিষ্কারের রূপকথার গল্পের নায়ক থমাস আলভা এডিসন, জর্জ ওয়েস্টিংহাউজ, নিকোলা টেসলারা এবার আসছে বড় পর্দায়। বিদ্যুৎ আবিষ্কারের প্রাক্কালে এই আবিষ্কারকদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব নিয়ে আলফনসো গোমেজ-রেহন নির্মান করেছেন দ্যা কারেন্ট ওয়ার। নভেম্বরের ২৪ তারিখে সিনেমা হলে আসা এই চলচ্চিত্রে এডিসন চরিত্রে বেনেডিক্ট কাম্বারব্যাচ, ওয়েস্টিংহাউজ চরিত্রে মাইকেল শ্যানন এবং নিকোলা টেসলা চরিত্রে রূপদান করেছেন নিকোলাস হল্ট।
স্টার ওয়ারস: দ্যা লাস্ট জেডাই
নতুন করে শুরু হওয়া স্টার ওয়ারস সিরিজের এপিসোড এইট হিসেবে আসছে দ্যা লাস্ট জেডাই। দ্যা ফোর্স অ্যাওকেনস এর দুই বিলিয়ন ডলার পকেটে পোরার পর প্রযোজকদের আশার পারদটাও যেন শীর্ষে এই মুভি নিয়ে। বিশ্বজুড়ে দর্শকেরাও অধীর আগ্রহে অপেক্ষা করছে ১৫ ডিসেম্বরের, যেদিন পর্দায় আসছে লুক স্কাইওয়াকার, লেইয়া ওরগানা, কাইলো রেন, রে, সি থ্রি পিও র মত চরিত্ররা। রায়ান জনসনের পরিচালনায় নির্মিত চলচ্চিত্রটি এপিসোড সেভেনকে ছাপিয়ে যেতে পারে তার জন্যে অপেক্ষা করতে হবে অন্তত আগামী বছর পর্যন্ত।
জুমানজি: ওয়েলকাম টু দ্যা জাংগল
এ সময়ের তরুণদের একটা বড় অংশের শৈশবের সঙ্গে মিশে আছে রবিন উইলিয়ামস অভিনীত ১৯৯৫ সালের জুমানজি চলচ্চিত্রটি। তাই সিক্যুয়েল নির্মাণের ঘোষণার পর থেকেই দর্শকদের আগ্রহের শীর্ষে রয়েছে এ চলচ্চিত্রটি। এবার হাতে খেলা গেমের পরবর্তীতে চরিত্রগুলোকে দেখা যাবে ভিডিও গেমের মাধ্যমে জুমানজির জগতে প্রবেশ করতে। ২২ ডিসেম্বর মুক্তি পেতে যাওয়া এ চলচ্চিত্রে দেখা যাবে ডোয়াইন জনসন, জ্যাক ব্ল্যাক, কেভিন হার্ট, ক্যারেন গিলিয়ানের মত তারকাদের।