বাংলাদেশের সিনেমায় প্রথমবারের মতো অরিজিৎ-সোমলতার কণ্ঠ

বলিউডে হৃদয় মাতানো সব হিট গানে অথবা কলকাতার তথাকথিত অল্টারনেটিভ ‘রক’ গানের জগতে, অরিজিৎ সিং ও সোমলতা উভয়েই দারুণ পরিচিত। গানে গানে বাংলাদেশের শ্রোতাদের সাথেও তাদের আলাপটা কম নয়! সীমানা পেরিয়ে প্লেলিস্টে নিত্যই বাজে তাদের সুরেলা কণ্ঠ। সে হোক অরিজিতের ‘Channa Meraya’ অথবা সোমলতার গাওয়া রকিং রবীন্দ্র সঙ্গীত ‘মায়াবন বিহারিণী’। সম্প্রতি উভয়েই যুগলে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের সিনেমার গানে, প্রথমবারের মতো। সিনেমাটির নাম ‘ঢাকা অ্যাটাক’।

৬ অক্টোবর সিনেমা হলে মুক্তি পেতে চলা ‘ঢাকা অ্যাটাক’ অবশ্য শুরু থেকেই ছিলো আলোচনায়। সেই শ্যুটিং শুরুর সময় থেকেই হিটের তকমা গায়ে মাখিয়ে নিয়েছিল ছোটপর্দার সাড়া জাগানো নির্মাতা দীপংকর দীপনের পরিচালিত প্রথম সিনেমাটি। মূল উত্তেজনা ছিল সিনেমাটির গল্প নিয়ে। দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ড নিয়ে সিনেমা বলে কথা!

ক্ল্যাসিক হিট ‘টিকাটুলির মোড়’-এর রিমিক্স ভার্সনও এরই মাঝে অডিও বাজারে আলোড়ন তুলেছে। সেই তরঙ্গ ভঙ্গ হওয়ার আগেই এবার আলোচনায় অরিজিৎ সিং আর সোমলতার গাওয়া ‘টুপ টাপ’। ভিডিও হিসেবে সিনেমার প্রচারণায় এটিই প্রথম প্রকাশ পেলো কিনা!

ভক্তদের ভালোবাসার কল্যাণে ১৭ সেপ্টেম্বর ইউটিউবে রিলিজ পাওয়ার পরের ২৪ ঘণ্টায় ভিউ হয়েছে ৩ লাখেরও বেশি। অনিন্দ্য চ্যাটার্জির কলমের জাদুতে গানের কথা, সাথে অরিন্দমের সুর! সাথে মনমাতানো লোকেশনে আরেফিন শুভ ও মাহির রসায়নে বেশ মজেছে বাংলা সিনেপ্রেমীরা। দেখে নিন গানের ভিডিও। এখন প্রতীক্ষা শুধু ৬ অক্টোবরে, বড় পর্দায় সিনেমাটার মুক্তির।