বোকাবাক্সের নতুন হিট ডিটেকটিভঃ জে কে রাওলিং-এর স্ট্রাইক

বইয়ের পাতা থেকে টিভির পর্দায় গল্প তুলে আনতে বিবিসির জুড়ি নেই। জেন অস্টেন, টম হার্ডি, কোনান ডয়েল, আগাথা ক্রিস্টি- বাকি নেই কারও গল্প। সেই বিবিসিতেই গত ২৮ আগস্ট অভিষেক ঘটে হ্যারি পটার-খ্যাত ঔপন্যাসিক জে. কে. রাওলিংয়ের আরেক রহস্য সিরিজ দা করমোরান স্ট্রাইক মিস্টেরিজ-এর প্রথম পর্বের। রবার্ট গ্যালব্রেইথ ছদ্মনামে প্রকাশিত রাওলিংয়ের এই সিরিজে এ পর্যন্ত প্রকাশিত বইয়ের সংখ্যা তিনটি- দা কাক্কু’স কলিং (The Cuckoo’s Calling), দা সিল্কওয়ার্ম (The Silkworm) এবং দা ক্যারিয়ার অফ ইভিল (The Career of Evil).

গুরুগম্ভীর স্ট্রাইক ও প্রানবন্ত রবিনের সম্পর্কের রসায়ন নিঃসন্দেহে আকৃষ্ট করেছে দর্শকদের

সিরিজের প্রথম বই দা কাক্কু কলিং এর কাহিনী নিয়েই বিবিসিতে সম্প্রচারিত হচ্ছে স্ট্রাইক নামের মিনি সিরিজটি। প্রথম সিজনে সাবেক সৈনিক ও গোয়েন্দা করমোরান স্ট্রাইক এবং নিজের সহযোগী রবিন এলাকটকে দেখা যাবে এক সুপার মডেল লুলা ল্যান্ড্রির রহস্যজনক আত্মহত্যার জট ছাড়াতে। বইপোকা ভক্তদের বহু প্রতীক্ষিত এ সিরিজটি প্রচারের পরপরই দর্শক-সমালোচকদের মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে। স্ট্রাইকের নাম ভূমিকায় অভিনেতা টম বার্ক এবং অন্য কেন্দ্রীয় চরিত্র রবিন এলাকটের ভূমিকায় অভিনেত্রী হলিডে গ্রেইঙ্গারের অভিনয়ও হয়েছে প্রশংসিত। বিশেষত গত মাসে প্রচারিত হওয়া প্রথম সিজনের ফিনালের রহস্য উন্মোচনের পর ফেসবুক, টুইটার, টাম্বলার ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো মুখরিত হয়ে ওঠে স্ট্রাইক-বন্দনায়।

লন্ডনের আনাচে কানাচে স্ট্রাইক ও রবিন একসাথে সমাধান করবেন জটিল সব রহস্য

লেখক এরই মধ্যে ঘোষণা দিয়েছেন, এ সিরিজের অন্তত আরও ছয়টি বই লেখার পরিকল্পনা করেছেন তিনি। দ্য করমোরান স্ট্রাইক মিস্টেরিজ সিরিজের চতুর্থ বই লিথাল হোয়াইট এর নাম প্রকাশ করলেও বইটি মুক্তি পাবে কবে তা এখনো নিশ্চিত নয়। সিরিজের দ্বিতীয় বই দা সিল্কওয়ার্ম অবলম্বনে নির্মিত স্ট্রাইক মিনি সিরিজের দ্বিতীয় সিজন বিবিসি ওয়ানে প্রচার শুরু হয় ১০ সেপ্টেম্বর থেকে। যদিও পরবর্তী সপ্তাহেই (১৭ সেপ্টেম্বর) আপাতত শেষ হয়েছে সিরিজটির দ্বিতীয় সিজন। তবে মুক্তির অপেক্ষায় থাকা আরো ছয়টি বইয়ের লিস্ট থেকে ধরে নেওয়া যায় স্ট্রাইক সিরিজের জনপ্রিয়তার এইতো সবে শুরু।

স্ট্রাইক সিরিজের নাম ভূমিকায় অভিনেতা টম বার্ক

দ্য টেলিগ্রাফ ইউকে ইতোমধ্যেই এক রিপোর্টে স্ট্রাইককে “টেলিভিশনের নেক্সট গ্রেট ডিটেকটিভ” নামে আখ্যায়িত করেছে। প্রায় দুই দশকব্যাপী ৭টি বই, ৮টি ফিল্ম এবং এক জাদুর দুনিয়া দিয়ে পাঠক-দর্শককে মুগ্ধ করে রাখা রাওলিং কি স্ট্রাইককে নিয়ে আবারও সৃষ্টি করতে যাচ্ছেন আরেক মহান বিস্ময়? একমাত্র সময়ই দিতে পারে তার উত্তর।