ইতিহাস গড়লেন শাকিব, কলকাতায়!!

লাল সবুজ জার্সিতে কলকাতার ইডেন গার্ডেন মাতিয়েছেন বাংলাদেশের এক সাকিব বহুবার কিন্তু প্রিয়ার সেলুলয়েডও মাতাচ্ছেন শাকিব- এমন তথ্য নতুন। বাংলাদেশের অসংখ্য সিনেমাতে অসাধারণ অভিনয়ের পাশাপাশি জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী শাকিব খান গেল বছরে যৌথ-প্রযোজনার ‘শিকারী’ সিনেমার মাধ্যমে কলকাতার সিনেমায় প্রথম নাম লেখান।

‘শিকারী’দিয়ে শুরু হয়েছিল শাকিবের কলকাতা মিশন

পশ্চিম বাংলায় নিজের প্রথম ছবি ‘শিকারী’ দিয়ে শিকার করেছেন সেখানকার দর্শকদের মন। এমনকি টালিউড ইন্ডাস্ট্রিতেও জোরদার একটা অবস্থান তৈরি করেছেন। শীর্ষস্থানীয় প্রযোজনা প্রতিষ্ঠান, নাম করা সব  নির্মাতাদের সাথেও টানা কাজ করতে শুরু করেন তিনি। যার ফলাফল, এ বছরের যৌথ প্রযোজনার ছবি ‘নবাব’। কলকাতার সিনেমার ইতিহাসে ব্যবসাসফল শীর্ষ দশ সিনেমার তালিকায় জায়গা করে নিয়েছে শাকিব খানের ‘নবাব’।

পূজোর আগেই কলকাতার ব্যবসাসফল ছবির তালিকা হালনাগাদ হয়েছে একদফা। উইকিপিডিয়ার ছোট্ট সেই তালিকায় স্থান পাওয়া ২৩টি সিনেমার মাঝে আছে শাকিবের দুই সিনেমাই! ছয় নম্বরে ‘নবাব’ আর ‘শিকারি’ আছে ২২ নম্বরে। ভারতের মাটিতে নবাবের আয় ৯ কোটি ১০ লাখ রুপি আর সাড়ে পাঁচ কোটি রুপি আয় করে ২২ নম্বরে আছে শিকারী।

নবাব দিয়ে সাফল্যকে অন্য স্তরে নিয়ে গেছেন শাকিব

অবশ্য তালিকার প্রথমে আছে কলকাতার দেবের সিনেমা ‘চাঁদের পাহাড়’। ১৫ কোটি রুপি ব্যয়ে নির্মিত সে সিনেমাটির আয় ২০ কোটি রুপি। দ্বিতীয় সিনেমাটি জিৎ অভিনীত বস-টু, যেটি যৌথ প্রযোজনায় তৈরি। নির্মাণ ব্যয় সাড়ে ৬ কোটি রুপি, আয় ১০ কোটি ৩০ লাখ।