‘অজ্ঞাতনামা’র পর, আসছে ‘হালদা’

এ বছরের ডিসেম্বরেই আসছে তৌকীর আহমেদ পরিচালিত পঞ্চম ছবি “হালদা”। গত বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমাটির প্রথম পোস্টার প্রকাশ করেন তিনি। পোস্টারের ডিজাইন করেছেন তারই স্ত্রী-অভিনেত্রী বিপাশা হায়াত।

হালদা নদী ও সেখানকার প্রান্তিক মানুষের জীবনই সিনেমার বিষয়বস্তু। মাছের প্রজননক্ষেত্র হিসেবে পরিচিত এই নদী ও তীরবর্তী মানুষের জীবনের জটিলতা নিয়ে তৈরি সিনেমাটির গল্প লিখেছেন আজাদ বুলবুল। চিত্রনাট্য তৈরি করেছেন পরিচালক নিজেই।

চলচ্চিত্রটির প্রধান তিনটি চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান, মোশাররফ করিম ও নুসরাত ইমরোজ তিশা। এছাড়াও আছেন দিলারা জামান, ফজলুর রহমান বাবু, শাহেদ আলী ও রুনা খান। এতে বড়পর্দায় দর্শকেরা জাহিদ হাসানকে দেখতে পাবেন খলচরিত্রে। ছবিটির সংগীতায়োজন করেছেন চিরকুট ছেড়ে আসা পিন্টু ঘোষ।

স্বামীর চলচ্চিত্রের পোস্টার ডিজাইনের মধ্য দিয়ে অভিনেত্রী হিসেবে বেশি পরিচিত চিত্রশিল্পী বিপাশা হায়াত নতুন মাধ্যম বেছে নিলেন নিজের শিল্পের প্রকাশে। পরিচালক তৌকীর বলেন, “মূলত দেশের বাইরের উৎসবের কথা মাথায় রেখেই পোস্টারটি তৈরি করা হয়েছে। তবে ডিসেম্বরে দেশে ছবিটি মুক্তির প্রচারণার অংশ হিসেবে এটির বাইরেও একাধিক পোস্টার রাখার পরিকল্পনা আছে।”

গত বছরের এপ্রিলে শ্যুটিং শুরু হয় হালদার। তৌকীরের আগের ছবি ‘অজ্ঞাতনামা’ ৬৯তম কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মে প্রদর্শিত হয়েছিল। ইমপ্রেস প্রযোজিত ‘অজ্ঞাতনামা’ দেশে-বিদেশে প্রশংসিত হলেও ছিলো প্রচারণার অভাব নিয়ে কথা বলেছিলেন অনেকেই। ‘হালদা’র ক্ষেত্রে তেমনটা ঘটবে না বলেই আশা করছেন চলচ্চিত্রটির সাথে সংশ্লিষ্ট সবাই।