আসছে ‘ঢাকা অ্যাটাক’, কর্তন ছাড়াই

ঢালিউডি সিনেমার পুলিশ বড় বেশি চেনা ফর্মুলার। চোর পালালে বুদ্ধি যেমন বাড়ে, ঠিক তেমনি ভিলেন-নায়কের মারামারি শেষে হাজির হয় আমাদের পুলিশ বাহিনী, অন্তত সিনেমায়! নায়ক অথবা ভিলেন ততক্ষণে নিজেদের কর্ম কাবার করে ফেলেছেন। আবার অন্য ফর্মুলাও আছে। সেসব সিনেমার শুরুতেই দেখা যায় এক সৎ পুলিশ অফিসারের মৃত্যুর দৃশ্য। যার বাকিটা জুড়ে থাকে কেবল প্রতিশোধ, আর প্রতিশোধ। নায়ক সেখানে পুলিশের ভাই-ছেলে কিংবা বন্ধু।

এইসব তথাকথিত ফর্মুলাকে ভেঙ্গেই এবার ইতিহাস সৃষ্টি করতে আসছে ‘ঢাকা অ্যাটাক’। সিনেমার গল্প পুরোটাই বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ঘিরে। শুধু গল্প বলার জন্যই বলা নয়, সিনেমায় উঠে এসেছে সাম্প্রতিক সময়ের পুলিসিংয়ের বেশ কিছু চ্যালেঞ্জিং মুহূর্তও। গেল ২৫ সেপ্টেম্বর সেন্সর বোর্ড থেকে বিনা কর্তনে ছাড়পত্র পাওয়ার পর গতকাল ২৬ সেপ্টেম্বর রিলিজ পায় সিনেমাটির ট্রেলার। নির্মাণকালীন সময় থেকেই উত্তেজনা ছড়ানো ঢাকা অ্যাটাকের ট্রেলার রিলিজের পর যেন আরও পালে হাওয়া লাগল। এরই মাঝে ইউটিউবে ট্রেইলারের ভিউ দুই লাখ ছাড়িয়েছে।

নিজের পরিচালিত প্রথম সিনেমায় দারুণ চমক দেখিয়েছেন পরিচালক দীপংকর সেনগুপ্ত দীপন। সিনেমার গল্প যেমন ব্যতিক্রমধর্মী তেমনি অভিনয় শিল্পীদের নির্বাচনও করেছেন দারুন বিবেচনার সাথে। মূল নায়ক হিসেবে আরেফিন শুভ। তার পুলিশ চরিত্র অভিনয়, নায়িকা মাহিয়া মাহীর সাথে আবারো জুটি বাধা-এসবই পুরনো খবর। ট্রেলার রিলিজের পর আলোচনায় এসেছে সিনেমার সহঅভিনেতারাও। গুণী অভিনেতা হাসান ইমাম, লায়লা হাসান, আফজাল হোসেন, শতাব্দী ওয়াদুদ এবং চিত্র নায়ক আলমগীর, লাইনআপ অসম্ভব ঝলকময়।

এদিকে সিনেমাটির প্রযোজনাতেও ব্যতিক্রমের উদাহরণ হিসেবে থাকছে ‘পুলিশ পরিবার কল্যাণ সমিতি’। সিনেমার গানে প্রথমবারের মত বলিউড কাঁপানো অরিজিৎ সিংয়ের কণ্ঠ দেওয়া অথবা ‘টিকাটুলীর মোড়’-এর মত বিখ্যাত গান, নতুন আয়োজনে দর্শক শ্রোতার সামনে এনে হৈচৈ তুলেছে গানের তালিকাও। প্রচারণাতেও থাকছে নতুনত্ব । বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে চলছে ট্রেনিং!! সত্যিই যদি মুখোমুখি হতে হয় সন্ত্রাসী হামলার তবে কেমন হতে পারে তা থেকে আত্মরক্ষার কৌশল? এমন নানা আয়োজন নিয়েই আগামী ৬ অক্টোবর মুক্তির অপেক্ষায় রয়েছে সিনেমাটি।

চলুন না, দেখে নেওয়া যাক ট্রেলারটির একঝলক।