ট্রেলারে নতুন রেকর্ড গড়েছে ফারুকীর ডুব

মোস্তফা সরয়ার ফারুকীর বহুল আলোচিত ‘ডুব’ প্রেক্ষাগৃহে আসছে আগামী ২৭ অক্টোবর। বাংলাদেশ ও ভারতে যৌথভাবে মুক্তির ঠিক এক মাস আগে গত ২৭ সেপ্টেম্বর ঠিক রাত ৮টায় প্রকাশিত হয় ছবিটির ট্রেলার।  জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশের মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ‘ডুব’ ছবির ট্রেলারটি দেখেছে ৩ লাখেরও বেশি মানুষ। যা বাংলাদেশের কোন সিনেমার ট্রেলারের ক্ষেত্রে রেকর্ড বলা চলে। লেখাটি লেখার সময়ে ডুবতে রাজি হয়েছেন মানে ট্রেলারটি দেখেছেন প্রায় ৭ লাখ মানুষ।

পরিচালক ফারুকী তার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন- ‘আমি একটা ছবি তখনই বানাই, যখন সেটা না বানিয়ে আর থাকতে পারিনা। ডুবের গল্পের সঙ্গে মোটামুটি কয়েক বছর ঘর করেছি আমি। এমনকি ২০১৩ সালে এই গল্প ফিল্ম বাজার ইন্ডিয়ায় অ্যাওয়ার্ড পাওয়ার পরও আমি কয়েক বছর সময় নিয়েছি চরিত্রগুলোর অসহায়ত্ব বোঝার জন্য। তারপর আরও অনেক সময় পার হয়ে আজকে ছবিটা তার দর্শকের কাছে যাচ্ছে।’ তিনি আরও বলেন, প্রত্যেকটা ছবিতে একটা জার্নি থাকে নিজেকে নতুন ভাবে চেনার, আবিষ্কারের। ডুবেও সেই বিনীত চেষ্টা জারি ছিলো।

‘ডুব’ ছবির ট্রেইলারকে ঘিরে নানা ধরনের প্রতিক্রিয়ায় (ডুব কি একটি অসৎ সিনেমা হতে যাচ্ছে?) অনেকে প্রশ্ন তুলেছেন, ছবিটি হুমায়ূন আহমেদের জীবনী থেকেই তৈরি হয়েছে কি না? ফেইসবুক স্ট্যাটাসে সে প্রশ্নেরও উত্তর দেওয়ার চেষ্টা করেছেন নির্মাতা। তার দাবি, ‌‌‌‌‌‌‌”কারও জীবন থেকে ইন্স্পায়ার্ড নাকি না তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো ছবিতে আমি কি দেখাতে চাইছি সেটা।  বাকিটা জানতে অপেক্ষা করতে হবে ছবি দেখা পর্যন্ত।”
‘ডুব’ ছবির ট্রেলারে রেকর্ড ও মানুষের মাঝে যে আগ্রহ দেখা যাচ্ছে তা সাম্প্রতিক সময়ের অন্য কোন ছবি নিয়ে দেখা যায়নি বলে এটুকু কিন্তু বলাই যায় যে, মানুষ তাকিয়ে আছে এখন ২৭ অক্টোবরের দিকে, ‘ডুব’বার অপেক্ষায়।