এবারের মিস ওয়ার্ল্ড বাংলাদেশ- জান্নাতুল নাঈম এভ্রিল

বিচারকদের সাথে এভ্রিল

আগস্টে শুরু হয়েছিল ‘লাভেলো মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতার। যাতে অংশ নেন প্রায় ২৫ হাজার প্রতিযোগী। যদিও বিভিন্ন পর্যায়ের যাচাই বাছাই শেষে চূড়ান্ত পর্বে টিকে ছিলেন মাত্র ১০ জন। গতকাল ২৯ সেপ্টেম্বর শুক্রবার রাত ৮টা ১০ মিনিটে এই প্রতিযোগীরাই লড়েন লাভেলো মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৭-এর গ্র্যান্ড ফিনালেতে। রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলেন ২০ বছর বয়সী জান্নাতুল নাঈম এভ্রিল। চীনে অনুষ্ঠিতব্য ৬৭তম বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার মূল আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তিনিই। আসরের প্রথম রানার্সআপ হয়েছেন জেসিয়া ইসলাম, দ্বিতীয় রানার্সআপ হন জান্নাতুন সুমাইয়া।

চীনে অনুষ্ঠিতব্য ৬৭তম বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার মূল আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন এভ্রিল। এ আসরে প্রথম রানার্সআপ হয়েছেন জেসিয়া ইসলাম, দ্বিতীয় রানার্সআপ জান্নাতুন সুমাইয়া

অনুষ্ঠানের মূল পর্ব শুরু হয় উপস্থাপক শিনা চৌহানের পারফরম্যান্স দিয়ে। এরপর নবরাত্রি হলের হলভর্তি দর্শকদের সামনে ১০ প্রতিযোগী মঞ্চে এসে একে একে নিজেদের পরিচয় দেন। মঞ্চে প্রত্যেকেই কথা বলেন নারীর ক্ষমতায়ন নিয়ে। নাচ, একাধিক ফ্যাশন কিউয়ের মধ্য দিয়ে নিজেদের তুলে ধরেন তারা। দেশের জনপ্রিয় বেশ কয়েকজন তারকারও পারফরম্যান্স করেন যা ছিল চোখে পড়ার মতো। মডেল ও চিত্রনায়ক নিরব নেচেছেন মঞ্চে। প্রথমবারের মতো মঞ্চে একসঙ্গে গেয়েছেন দুই সহোদর হৃদয় খান ও প্রত্যয় খান। সব মিলিয়ে জমকালো এ অনুষ্ঠানে দারুণ উপস্থাপনা করেছেন শিনা চৌহান। বিচারকের দায়িত্বে ছিলেন আলোকচিত্রী চঞ্চল মাহমুদ, অভিনেত্রী শম্পা রেজা, জাদু শিল্পী জুয়েল আইচ, কর্পোরেট ব্যক্তিত্ব রুবাবা দৌলা মতিন, সোনিয়া বশির কবির ও ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর লাভেলো ছাড়াও মিস ওয়ার্ল্ড বাংলাদেশের সঙ্গে ক্রাউন স্পন্সর হিসেবে রয়েছে আমিন জুয়েলার্স, সজীব গ্রুপ, রংধনু গ্রুপ, ভিশনসহ আরো অনেক পার্টনার এবং অ্যাসোসিয়েটরা।