স্প্যাগেটী ও মিট সস

বাচ্চারা নাকি মাংস খেতে চায় না? স্প্যাগেটি কিন্তু দারুন হতে পারে ওদের জন্য। সাথে ঈদের উপলক্ষ্যে মিটসস তো থাকছে। চলুন জেনে নেই সোনামণিদের খাবারের রেসিপি।

উপকরণ-

৩০০ গ্রাম কিমা করা গরুর মাংস
১ কাপ পানি
৩৫০ গ্রাম স্প্যাগেটি
১ টেবিল চামুচ অলিভ ওয়েল
এক চিমটি চিনি
লবণ ও মরিচের গুড়ো এক চিমটি করে
পারমা (Parmesan) চীজ

প্রস্তুতি-

– শুরুতেই প্যানে তেল গরম এতে মাংস দিয়ে দাও এবং কিছুক্ষণ নাড়তে থাকুন।
– এরপর রেডিমেড পাস্তা সস এবং পানি দিয়ে দিন।
– অল্প তাপে মিশ্রণটি তৈরী হতে দিন।
– ঘন হয়ে এলে এটি নামিয়ে নিন এবং হালকা চিনি এবং লবণ-মরিচের গুঁড়া এতে দিয়ে দিন।
– এবার গরম পানিতে স্প্যাগেটি সিদ্ধ করে নিন।
– পানি শুকিয়ে এলে পাস্তা প্লেটে দিয়ে দিন। মাঝখানে গরুর মাংসের মিশ্রণটা দিয়ে দিন। এবার মিশ্রণের উপর পারমা চীজ দিয়ে দেই পরিবেশন করুণ।

ছবি কৃতিত্ব- আইস টুডে আর্কাইভ