এই মুহূর্তে বাংলাদেশের মিডিয়া (মূল ও সামাজিক গণমাধ্যম উভয়েই) ডিভোর্স ইস্যুতে উত্তাল। যে তারকাদের প্রেম, যাদের ভালোবাসার গল্প ফ্যানেদের অনুপ্রাণিত করেছে, সেইসব অসম্ভব জনপ্রিয় মানুষের ব্যক্তিগত জীবনের একান্ত ভালোবাসার গল্পটা কেন জানি শেষ হচ্ছে বিচ্ছেদে!
সাম্প্রতিকতম উদাহরণটি জনপ্রিয় কণ্ঠশিল্পী তাহসান খান ও অভিনেত্রী মিথিলার। যদিও অভিনেতা নিলয় আলমগীর ও অভিনেত্রী আনিকা কবির শখের বিচ্ছেদও আলোচনায় এসেছে চলতি মাসেই। জনপ্রিয় কণ্ঠশিল্পী হাবিব ওয়াহিদেরও বিচ্ছেদ ঘটেছে তার স্ত্রী রেহান চৌধুরীর সাথে।
তাহসান ও মিথিলা:
শেষটা থেকেই শুরু করা যাক। বর্তমান প্রজন্মের কাছে অত্যন্ত জনপ্রিয় তাহসান ও মিথিলা জুটি প্রেমাতালের মতোই তাদের নিজেদের ছিল একটি অসাধারণ প্রেমের গল্প। তাহসান তখন ব্ল্যাকের ভোকাল। এক কমন বন্ধুর সঙ্গে আড্ডায় তাহসানের গান শুনতে যান মিথিলা। সেখান থেকেই পরিচয়, বন্ধুত্ব এবং তারপর প্রেম। ২০০৬ সালে বিয়ে করেন তারা। বিয়ের পর একসঙ্গে নাটক করেছেন, গান গেয়েছেন, কাজ করেছেন বিজ্ঞাপনেও। প্রতিটি ক্ষেত্রেই দর্শকপ্রিয় এই জুটির সাফল্যও এসেছে অনেক। গত কিছুদিন ধরেই তাদের সম্পর্কে এসেছে টানাপোড়েনও। বেশ কিছুদিন ধরেই নিজেরা সেটা সমাধানেরও চেষ্টা করেছেন, কিন্তু শেষরক্ষা হয়নি। অবশেষে গত ২০ জুলাই তাহসান ও মিথিলা দু’জনের সিদ্ধান্তে আনুষ্ঠানিকভাবে তাহসান নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে বিচ্ছেদের কথা ফ্যানদের জানিয়ে দেন। এরমধ্য দিয়েই সমাপ্তি ঘটলো ১১ বছরের একটি সম্পর্কের। যা তাদের ভক্তরা মেনে নিতে পারছেন না, প্রতিবাদে ফেসবুকে ইভেন্ট পর্যন্ত খোলা হয়েছে।
নিলয় ও শখ:
বন্ধুত্ব থেকে ভালোবাসায় রূপান্তরিত হয়েছিল নিলয়-শখের সম্পর্ক। এরপর নিজেরা বিয়েও করেছিলেন। কিন্তু গত তিন মাস ধরেই আলাদা থাকছেন। চলছে বিচ্ছেদের প্রক্রিয়া। উল্লেখ্য, ২০১৬ সালের ৭ জানুয়ারিতে বিয়ে করেন নিলয় ও শখ। মাত্র এক বছরের মাথায় জনপ্রিয় এই জুটিও হাঁটছেন বিবাহ বিচ্ছেদের দিকে, যার জন্য তাদের ভক্তরা একেবারেই প্রস্তুত ছিলেন না।
হাবিব ও রেহান:
ভালোবেসেই বিয়ে করেছিলেন হাবিব ও রেহান। নানা গুঞ্জনের পর গত ১৯ জানুয়ারি কণ্ঠশিল্পী হাবিব নিজের ফেসবুক পেজের মাধ্যমে রেহানের সঙ্গে বিচ্ছেদের কথা জানিয়েছিলেন ফ্যানদের। সে ঘটনার প্রায় পাঁচ মাস পর জুলাইয়ে রেহান, হাবিবের সঙ্গে নিজের বিচ্ছেদ নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। যেখানে নিজের বিচ্ছেদের কারণ হিসেবে মডেল ও অভিনেত্রী তানজিন তিশাকে দায়ী করেছেন তিনি।