যত স্মৃতি জেহীনের

লিংকিন পার্কের লিড ভোকাল চেস্টারের আত্মহত্যার জের কাটতে না কাটতেই এবার দেশের পরিধিতেই ঘটেছে আরেক মিউজিশিয়ান হারানোর মতো দুঃখজনক ঘটনা। জনপ্রিয় মেটাল ব্যান্ড মেকানিক্সের লিড গিটারিস্ট ও বাংলাদেশের অন্যতম সংগীত পরিচালক, মাইলস ব্যান্ডের কিবোর্ডিস্ট মানাম আহমেদের বড় ছেলে জেহীন আহমেদ গতকাল শনিবার দুপুর সাড়ে তিনটায় ধানমণ্ডিতে নিজ ফ্ল্যাটে আত্মহত্যা করেন। মেকানিক্সের হয়ে গিটার হাতে হয়তো অন্য গিটারিস্ট আসবে, কিন্তু ধ্রুবস্বর গানের শুরুতে গিটারে আর বাইকের আওয়াজ তুলবেন না জেহীন। মেকানিক্সের আগে বাজিয়েছেন নেমেসিসের সাথেও। নিজের স্বল্পায়ু মিউজিক্যাল জার্নিতে ভক্তদের জন্য কম কিছুও রেখে যাননি তিনি।

মেকানিক্সের সাথে এবিসি রেডিওতে লাইভ জেহীন আহমেদ
ঈদ কনসার্টে মেকানিক্সের গিটারিস্ট জেহীন ও শাহেদ
দেশের অন্যতম এগ্রেসিভ কনসার্ট রকন্যাশনে মেকানিক্সের সঙ্গে আর্টসেলের ফ্রন্টম্যান লিঙ্কন ডি কস্টা
এসএ টিভি লাইভে
মেকনিক্সের এনিমি উইদিন গানের পোস্টারে জেহীন আহমেদ
লগবুকে এনিমি উইদিন
রকন্যাশন কনসার্টে পারফর্ম করছে নেমেসিস সাথে জেহীন
যখন নেমেসিসের সাথে প্লে করতেন তখন ক্যাটস আইয়ের আইকন মডেল হিসাবে বিলবোর্ডে দেখা যেত জেহীনকে
জিপি গো ফ্রি ওপেন এয়ার কনসার্টে নেমেসিসের হয়ে স্টেজে জেহীন
রকন্যাশনে মেকানিক্স
রক্সট্রাটার ওয়ান লাস্ট লাইভে গেস্ট গিটারিস্ট জেহীন
এমটিভি ওয়ার্ল্ড স্টেজ মালেয়শিয়া ২০১৪ এর কিছু স্মৃতি

এইনিমি উইদিন গানের ভিডিও-

বিস্ময় গানের লাইভ পারফরমেন্স-

অলওয়েজ উইথ মি অলওয়েজ উইথ ইউ কাভার

ফর দ্য লাভ অভ গড-