আপনি কি এক বা একাধিক ফিজেট স্পিনারের মালিক? আপনি কি যুগের সাথে তাল মিলিয়ে চলতে পেরে গর্বিত, কিন্তু দিনের মধ্যে অসংখ্যবার স্পিনার ঘুরিয়েও স্ট্রেস একটুও কমছে না? ফিজেট স্পিনার ঘুরিয়ে ঘুরিয়ে স্ট্রেস না কমার পর আপনার কি উল্টো মেজাজ খিটখিটে হয়ে উঠছে? হতাশ হবেন না। গাঁটের টাকা খরচ করেও স্ট্রেস না কমার কারণে আপনার বেড়ে যাওয়া উদ্বেগের নিরসন ঘটাতে আমরা হাজির করেছি ফিজেট স্পিনারের আরো কয়টি বিকল্প ব্যবহার। যাতে করে স্ট্রেস না কমলেও ওই খেলনাটিকে একেবারে ফেলনা না মনে হয়।
গিটার বাজানো
গিটার বাজাতে ইচ্ছে করছে, অথচ গিটারের পিক হারিয়ে ফেলেছেন। আবার সুন্দর ম্যানিকিওর করা নখের ক্ষতি করতে চান না। চিন্তা নেই, ফিজেট স্পিনার আছে না? দেখুন না, এই ভাইটি কীভাবে স্পিনার ঘুরিয়ে গিটারে সুর তুলছেন। তো এই মেধাবী সংগীতপ্রেমী ভাইটির জন্য কয়টি লাইক?
মোবাইল ফোনের স্ট্যান্ড
প্রথমে একটি স্পিনার দিন। অনেক চিন্তাভাবনা করে যেকোনো একটি ফুটো সিলেক্ট করুন। তারপর সেটায় একটি পেন্সিল বা কলম ঢুকিয়ে দিন। এরপর ভিডিওর মতো করে কাত করে রাখুন। এবার সেটায় হেলান দিয়ে মোবাইল ফোন রেখে উপভোগ করুন পছন্দের ভিডিও।
পিঁপড়েদের মেরি-গো-রাউন্ড
পিঁপড়ে বলে কি ওরা মানুষ না? ওদের কি একটু বিনোদন পাবার অধিকার নেই? অবশ্যই আছে। আজই বাসার পিঁপড়েদের জন্য তৈরি করুন আনন্দের উপলক্ষ্য। লাল না কালো? আজ কোন পিঁপড়ের মুখে হাসি ফোটাবেন?
সুড়সুড়ি দেয়া
আপনার জোকগুলো শুনে কেউ হাসে না বলে কি আপনার মনে অনেক কষ্ট? আর কষ্ট নয়। এরপর আপনার জোকসের পর কেউ না হাসলে নগদে স্পিনার ঘুরিয়ে আলতো করে ঘাড়ের কাছে টাচ করুন। হাসবে না মানে? ওর ঘাড় হাসবে।
কুইজের উত্তর নির্ধারণ
ক্লাস টেস্ট, কুইজে প্রায়ই এমন সব আকাশ থেকে নাজিল হওয়া এমসিকিউ আসে যেগুলোর উত্তর আন্দাজে দাগানো ছাড়া উপায় থাকে না। এই কাজেই ত্রাণকর্তা ফিজেট স্পিনার। এটিকে ব্যবহার করুন হুইল অব ফরচুন হিসেবে। স্পিনারের তিন মাথায় এ, বি, সি লিখে চিহ্নিত করুন। কাগজে যেকোনো একটা পয়েন্ট নির্দিষ্ট করুন। এবার সৃষ্টিকর্তার নাম নিয়ে কাগজের উপর স্পিনার রেখে মারুন ঘুরান্টি। থামার পর কাগজের পয়েন্ট নির্দেশ করে যে অক্ষর লেখা মাথাটি থামবে সেটাই উত্তর। আর কোনো নির্দিষ্ট অক্ষর লেখা মাথা পয়েন্টে না থামলে উত্তর ‘ডি’ ধরে নিয়ে নিশ্চিন্তে গোল্লা ভরাট করুন। অব্যর্থ টেকনিক। একই টেকনিক ব্যবহার করে এমনকি ঠিক করতে পারবেন নাশতায় কী খাবেন।
অবাধ্য হেডফোনকে বশে আনতে
হেডফোনগুলো টিনেজারদের চেয়ে কোনো অংশে কম না। একটু চোখের আড়াল করেছেন তো প্যাঁচ লাগিয়ে বসে থাকবে। তবে ফিজেট স্পিনার থাকলে সেসবের সুযোগ নেই। একদম সাইজ করে ফেলবে।
প্রোডাক্ট ডিসপ্লে
আপনার পণ্যকে আকর্ষণীয়ভাবে প্রদর্শন করতে চান অথচ মোটরাইজড রোটেটিং ডিসপ্লে স্ট্যান্ড কেনার বাজেট নেই? চিন্তা কী? স্পিনারের উপর বসিয়ে দিন আপনার প্রোডাক্ট। ঘুরতেই থাকবে। ঘুরতেই থাকবে। আর আপনার পণ্যের ডিসপ্লে হতেই থাকবে, হতেই থাকবে।
* এই স্যাটায়ারের গূঢ় মর্মার্থ কেউ ধরতে না পারলে লেখক দায়ী নন।