নোলান কী জাত সংসারে?

ভাষা বলুন আর শিল্পমাধ্যম বলুন, বয়সের বিচারে কনিষ্ঠতম, নিতান্তই শিশুশিল্প- চলচ্চিত্র। শিল্প হিসেবে শিশু হলে কী হবে, শিল্প (ইনডাস্ট্রি অর্থে) হিসেবে বিরাট। সেলুলয়েডের জমিনে বেড়ে ওঠা, আজকাল অবশ্য হার্ড ড্রাইভেই সব হয়ে যায়, এ বিরাট শিশু খেয়ালে, বেখায়ালে, খেলাচ্ছলে কত না বিস্ময় নির্মাণ করে যাচ্ছে রোজ। আর কালে কালে এই শিশুর হাতে বিস্ময় সৃজনের জাদুর কাঠি তুলে দিয়েছেন অনেকে। এই জাদুর কাঠির ফেরিওয়ালা যারা বাক্সের বাইরে দাঁড়িয়ে বোকা বাক্স আর রূপারি পর্দায় মন্ত্রমুগ্ধ করে রেখেছেন অযুত নিযুত অক্ষিগোলককে তাদের ক্ষুদ্র তালিকা করলেও সেখানে স্থান পাবেন চলচ্চিত্রের বরপুত্র ক্রিস্টোফার এডওয়ার্ড নোলান।

তো এই নোলানের পরিচয় কী? কী জাত তার? এর নির্ণয় বড় শক্ত। লেখক, প্রডিউসার, পরিচালক সমস্ত ভূমিকাতেই তাকে দেখা গেছে গত আড়াই দশকে। এমনকি ক্যারিয়ারের শুরুতে ক্যামেরাও চালিয়েছেন পাঁচখানা স্বল্পদৈর্ঘ্য ছবিতে। এগুলোর বেশ কিছুর এডিটরও তিনি নিজেই। নথি ঘেটে দেখা যায় সঙ্গীত এবং শিল্প নির্দেশনার গুরুভারও নিজের কাঁধে তুলে নিয়েছিলেন একটি করে ক্ষুদ্র ছবিতে। নিতান্তই তরুণ বয়স তখন। এখন আমরা বুঝতে পারি খেলাচ্ছলে অযথা ফুটেজ খাননি নোলান। বলা যেতে পারে হাত পাকিয়েছেন, গাইতে গাইতে গায়েন হয়েছেন। আবির্ভত হয়েছেন নিউ মিলেনিয়ামের নগর বাউল রূপে। এ বাউল গাইলেন এমন অপেরা যা আগে শোনেনি কেউ, দেখেওনি। একবিংশ শতাব্দির সবচেয়ে জ্বলজ্বলে সিনেমাত্রয়ী জন্ম নিয়েছে তার ওরসে। এরপর শুধুমাত্র ব্যাটম্যান নিয়ে সিনেমা করতে গেলে কেউ দ্বিতীয়বার ভাববে। যেখানে নোলান নিজেই এক স্ট্যান্ডার্ড, অদ্বিতীয়।

যা হোক, যে অল্প কটি সিনেমা ক্রেডিট লাইনে ক্রিস্টোফার নোলান নামটি দেখায় যায় তা নিয়ে বিস্তর লেখাজোখা হয়েছে।

যদিও খুব বেশি দিন হয়নি তিনি রূপালি জগতে আবির্ভুত হয়েছেন। জন্ম সত্তরের দশকের একদম শুরুতে। বয়স কুড়ি পেরোতে না পেরোতেই টুকটাক সিনেমায় কাজ করা শুরু করেছেন। আর নতুন শতাব্দিতে, যেমন করে নায়ক প্রথম পর্দায় আসে বিগ ক্লোজ আপে বিশাল ‘পশ্চারে’তেমনি ইন্ডাস্ট্রিতে হাজির হয়েছেন মেমেন্টো, প্রেসটিজ, ব্যাটম্যান সিরিজ, ইন্টারস্টলার, ম্যান অব স্টিল ইত্যাকার নানা ফিল্ম নিয়ে। এর কোনোটার তিনি পরিচালক, কোনোটার লেখক, কোনোটার বা প্রডিউসার। আবার কোনো কোনো ক্ষেত্রে একলাই জ্যাক অব অল ট্রেডস।

নোলানের লেটেস্ট সুপারহিট

এখন থিয়েটারে চলছে ডানকার্ক। এ সিনেমার একাধারে তিনিই সব। ক্রেডিট লাইন জুড়েও একটাই নাম- ক্রিস্টোফার নোলান।

তাই তো বলি, নোলানের আবার জাত কী, নোলান নিজেই একটা জাত, জাত ফিল্ম মেকার।